Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামীতে শেহজাদও যুক্তরাষ্ট্রে যাবে : শাকিব খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ২২৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে মাতৃভূমিতে ফিরলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাইরে বের হয়েই গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্য নিয়ে কথা বলেন এ নায়ক।

কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেশ পেরিয়ে দেশের বাইরেও ভালো ব্যবসা করছে। গত ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি গত জুলাইয়ে মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। এ উপলক্ষে দেশটিতে গিয়েছিলেন শাকিব খান।

এ নায়ক গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পরই দেশটিতে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পাড়ি জমান তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। সে সবের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছিল। আবার একটি ঘরোয়া অনুষ্ঠানেও একসঙ্গে ধরা দিয়েছিলেন শাকিব-অপু।

নওশীন-হিল্লোলের আমন্ত্রণে তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই তারকা। সেখানে যদিও দেশিও আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। এর পরপরই গুঞ্জন উঠতে থাকে তাহলে কি অপু বিশ্বাসের সঙ্গেই এক ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান।

এ ঘটনার কিছুদিন পর শাকিব খানকে বড় ছেলে জয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করতে দেখা যায় সোশ্যালে। যেখানে দেখা যায়, ছেলে জয় একটি বেঞ্চে শুয়ে আছেন, আর তার পাশেই নিচে বসে আছেন শাকিব। যা সোশ্যালে ব্যাপক ভাইরাল হয়। এমনকি বাবা-ছেলের ভালোসার নিদর্শন হিসেবেও সানন্দে গ্রহণ করে নেয় নেটিজেনরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সঙ্গে পারিবারিক ব্যাপারেও কথা বলেন এ নায়ক। ছেলে জয়ের যুক্তরাষ্ট্র সফরে বাবা-ছেলের সুন্দর ভালোবাসার মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হলে শাকিব বলেন, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, এটলিস্ট। আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে।

তিনি বলেন, আব্রাহাম-শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। বাবা হিসেবে আমি সবসময় চাই যে, আমার সন্তানদের…! জয় গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ খান বীর যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দেব, ইনশাআল্লাহ্। সো এটা থাকবেই।
সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ প্রসঙ্গে শাকিব খান বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে ‘প্রিয়তমা’ চলছে, সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।

এদিন বিমানবন্দরে শাকিব খানকে স্বাগত জানান নির্মাতা অনন্য মামুন, হিমেল আশরাফ, সাইফ চন্দন, প্রযোজক আরশাদ আদনানসহ অন্যান্যরা। শোনা যাচ্ছে, নির্মাতা অনন্য মামুন শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করবেন। ‘দরদ’ নামের সিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরই। ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের কোনো নায়িকা। যদিও এ ব্যাপারে এখনো শাকিব খানের পক্ষ থেকে কোনোরকম ঘোষণা আসেনি।

নির্মাতা সূত্রে জানা গেছে, দু-তিন দিনের মধ্যে বিস্তারিত ঘোষণা আসবে ছবিটি নিয়ে। আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে ছবিটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ পুরোপুরি শেষ হবে। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগামীতে শেহজাদও যুক্তরাষ্ট্রে যাবে : শাকিব খান

প্রকাশের সময় : ০২:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : 

দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে মাতৃভূমিতে ফিরলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাইরে বের হয়েই গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্য নিয়ে কথা বলেন এ নায়ক।

কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেশ পেরিয়ে দেশের বাইরেও ভালো ব্যবসা করছে। গত ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি গত জুলাইয়ে মুক্তি পায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। এ উপলক্ষে দেশটিতে গিয়েছিলেন শাকিব খান।

এ নায়ক গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পরই দেশটিতে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পাড়ি জমান তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে। সে সবের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছিল। আবার একটি ঘরোয়া অনুষ্ঠানেও একসঙ্গে ধরা দিয়েছিলেন শাকিব-অপু।

নওশীন-হিল্লোলের আমন্ত্রণে তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুই তারকা। সেখানে যদিও দেশিও আরও অনেক তারকা উপস্থিত ছিলেন। এর পরপরই গুঞ্জন উঠতে থাকে তাহলে কি অপু বিশ্বাসের সঙ্গেই এক ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান।

এ ঘটনার কিছুদিন পর শাকিব খানকে বড় ছেলে জয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করতে দেখা যায় সোশ্যালে। যেখানে দেখা যায়, ছেলে জয় একটি বেঞ্চে শুয়ে আছেন, আর তার পাশেই নিচে বসে আছেন শাকিব। যা সোশ্যালে ব্যাপক ভাইরাল হয়। এমনকি বাবা-ছেলের ভালোসার নিদর্শন হিসেবেও সানন্দে গ্রহণ করে নেয় নেটিজেনরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সঙ্গে পারিবারিক ব্যাপারেও কথা বলেন এ নায়ক। ছেলে জয়ের যুক্তরাষ্ট্র সফরে বাবা-ছেলের সুন্দর ভালোবাসার মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হলে শাকিব বলেন, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই, এটলিস্ট। আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে।

তিনি বলেন, আব্রাহাম-শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। বাবা হিসেবে আমি সবসময় চাই যে, আমার সন্তানদের…! জয় গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ খান বীর যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দেব, ইনশাআল্লাহ্। সো এটা থাকবেই।
সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ প্রসঙ্গে শাকিব খান বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে ‘প্রিয়তমা’ চলছে, সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।

এদিন বিমানবন্দরে শাকিব খানকে স্বাগত জানান নির্মাতা অনন্য মামুন, হিমেল আশরাফ, সাইফ চন্দন, প্রযোজক আরশাদ আদনানসহ অন্যান্যরা। শোনা যাচ্ছে, নির্মাতা অনন্য মামুন শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করবেন। ‘দরদ’ নামের সিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরই। ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের কোনো নায়িকা। যদিও এ ব্যাপারে এখনো শাকিব খানের পক্ষ থেকে কোনোরকম ঘোষণা আসেনি।

নির্মাতা সূত্রে জানা গেছে, দু-তিন দিনের মধ্যে বিস্তারিত ঘোষণা আসবে ছবিটি নিয়ে। আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে ছবিটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ পুরোপুরি শেষ হবে। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।