ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
আগামী ১ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ। তাই দ্বিতীয় দফায় রেলপথে পরীক্ষামূলক চালানো হয়েছে ট্রেন। তবে এবার পাঁচটি খালি কনটেইনার নিয়ে পরীক্ষামূলক ট্রেনটি অতিক্রম করে বাংলাদেশ সীমানা।
সোমবার (৩০ অক্টোবর) ১২টা ২০ মিনিটে খালি বগি নিয়ে ট্রেনটি ভারতের নিশ্চিন্তপুরে যাত্রা করে। এ উপলক্ষে গঙ্গাসাগর রেলস্টেশনে কাস্টমস ও কার্যক্রম শুরু হয়।
ট্রেনের পরিচালক, সহকারী পরিচালক, চালকসহ ৭ জন সেখানে তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ট্রেনটি নিয়ে ভারতের নিশ্চিন্তপুর যান এবং ফিরে আসেন।
আখাউড়া-আগরতলা রেলপথের প্রকল্প পরিচালক মো. আবু জাফর মিয়া জানান, আগামী ১ নভেম্বর ভার্চুয়ালি বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম দিকে পণ্যবাহী ট্রেন এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে দু’দেশের মধ্যে।
আন্তর্জাতিক রুটে ট্রেন চালাতে পেরে উচ্ছ্বসিত চালক মাহফুজুর রহমান বলেন, আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চালানোর দায়িত্ব পেয়ে আমি ভীষণ আনন্দিত। প্রতি ঘণ্টা ২০ কিলোমিটা বেগে ট্রেনটি চালানো হয়েছে। এটি আমার কাছে গর্বের বিষয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের জুলাইয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে বাংলাদেশ অংশ রয়েছে ৬.৭৮ কিলোমিটার। করোনা মহামারিসহ নানা সংকটের কারণে দেড় বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ করতে সময় লাগছে পাঁচ বছরেরও বেশি।