Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আকবর ঝড়ে জয় দিয়ে এমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ওমানে খেলা হলেও উদ্বোধনী ম্যাচটা হলো বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে। ওই ম্যাচে জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) আল আমারাত স্টেডিয়ামে ৮ উইকেটে হংকংয়ের ১৫০ রানের জবাবে ১৮.২ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ ‘এ’ দল। ১৮০’র বেশি স্ট্রাইকরেটে ৪৫ রান করেন আকবর। ২৪ রানে রিপন মণ্ডল নিয়েছিলেন ৪ উইকেট।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ ‘এ’ দল। দারুণ বোলিংয়ে শুরু থেকেই রিপন মন্ডল ও মাহফুজুর রহমান রাব্বিরা হংকংয়ের ব্যাটারদের চাপে ফেলে দেন। রিপন দলীয় মাত্র ৯ রানেই পরপর ফেরান ওপেনার জিশান আলি ও আনশি রাথকে। তবে বিপর্যয় সামলে ঠিকই ঘুরে দাঁড়ায় হংকং। দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াত।

২০ বলে ২৫ রান করা নিজাকাতকে বোল্ড করে সেই জুটি ভাঙেন মাহফুজ রাব্বি। পরের ওভারেই রাকিবুল হাসান ফেরান এইজাজ খানকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াকু দলীয় সংগ্রহ এনে দেন বাবর। ডানহাতি এই ব্যাটার শেষদিকে আউট হওয়ার আগে ৬১ বলে ২টি চার ৭টি ছক্কায় ৮৫ রান করেন। যার সুবাদে নির্ধারিত ২০ ওভারে হংকং ৮ উইকেটে ১৫০ রান তোলে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন পেসার রিপন মন্ডল। এ ছাড়া মাহফুজ, রাকিব, আবু হায়দার রনি ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। ইহসান খানের ওভারে এ সময় ১১ বলে ১১ রান করে মাঠ ছাড়েন ওপেনার জিশান আলম। প্রত্যাশা পূরণ করতে পারেননি সাইফ হাসানও। ৬ বলে ৫ রান করে প্যাভিীলিয়নে ফেরেন তিনি। প্রথম ওভারে ছক্কা হাঁকানো পারভেজ হোসেন ইমনের ইনিংস থামে ২৮ রানে।

এরপর জুটি হয় তাওহীদ হৃদয় ও আকবর আলীর মধ্যে। হৃদয়কে দর্শক বানিয়ে অন্যপ্রান্তে ঝড় তুলেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাতে ইয়াসিম মুরতাজার এক ওভারেই আসে ২১ রান। ওই ওভারে ২টি ছয় ও ২টি চার মারেন আকবর। তাদের ৫৪ রানের জুটির পর বিদায় নেন হৃদয়। ২২ বলে ২টি চার ও একটি ছয় হাঁকান তিনি।

দলীয় ১২৯ রানের মাথায় বিদায় নেন আকবর। ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান তিনি। বাকি কাজটা সারেন শামিম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি। ১৫ বলে শামিম ১৯ ও রাব্বি ৮ রান করেন। হংকংয়ের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন ইহসান। একটি করে উইকেট পান আতীক ইকবাল ও নাসরুল্লা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

আকবর ঝড়ে জয় দিয়ে এমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রকাশের সময় : ০৯:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ওমানে খেলা হলেও উদ্বোধনী ম্যাচটা হলো বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে। ওই ম্যাচে জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) আল আমারাত স্টেডিয়ামে ৮ উইকেটে হংকংয়ের ১৫০ রানের জবাবে ১৮.২ ওভারে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ ‘এ’ দল। ১৮০’র বেশি স্ট্রাইকরেটে ৪৫ রান করেন আকবর। ২৪ রানে রিপন মণ্ডল নিয়েছিলেন ৪ উইকেট।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ ‘এ’ দল। দারুণ বোলিংয়ে শুরু থেকেই রিপন মন্ডল ও মাহফুজুর রহমান রাব্বিরা হংকংয়ের ব্যাটারদের চাপে ফেলে দেন। রিপন দলীয় মাত্র ৯ রানেই পরপর ফেরান ওপেনার জিশান আলি ও আনশি রাথকে। তবে বিপর্যয় সামলে ঠিকই ঘুরে দাঁড়ায় হংকং। দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াত।

২০ বলে ২৫ রান করা নিজাকাতকে বোল্ড করে সেই জুটি ভাঙেন মাহফুজ রাব্বি। পরের ওভারেই রাকিবুল হাসান ফেরান এইজাজ খানকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াকু দলীয় সংগ্রহ এনে দেন বাবর। ডানহাতি এই ব্যাটার শেষদিকে আউট হওয়ার আগে ৬১ বলে ২টি চার ৭টি ছক্কায় ৮৫ রান করেন। যার সুবাদে নির্ধারিত ২০ ওভারে হংকং ৮ উইকেটে ১৫০ রান তোলে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন পেসার রিপন মন্ডল। এ ছাড়া মাহফুজ, রাকিব, আবু হায়দার রনি ও রেজাউর রহমান রাজা একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ৩১ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। ইহসান খানের ওভারে এ সময় ১১ বলে ১১ রান করে মাঠ ছাড়েন ওপেনার জিশান আলম। প্রত্যাশা পূরণ করতে পারেননি সাইফ হাসানও। ৬ বলে ৫ রান করে প্যাভিীলিয়নে ফেরেন তিনি। প্রথম ওভারে ছক্কা হাঁকানো পারভেজ হোসেন ইমনের ইনিংস থামে ২৮ রানে।

এরপর জুটি হয় তাওহীদ হৃদয় ও আকবর আলীর মধ্যে। হৃদয়কে দর্শক বানিয়ে অন্যপ্রান্তে ঝড় তুলেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাতে ইয়াসিম মুরতাজার এক ওভারেই আসে ২১ রান। ওই ওভারে ২টি ছয় ও ২টি চার মারেন আকবর। তাদের ৫৪ রানের জুটির পর বিদায় নেন হৃদয়। ২২ বলে ২টি চার ও একটি ছয় হাঁকান তিনি।

দলীয় ১২৯ রানের মাথায় বিদায় নেন আকবর। ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ইনিংস সাজান তিনি। বাকি কাজটা সারেন শামিম হোসেন ও মাহফুজুর রহমান রাব্বি। ১৫ বলে শামিম ১৯ ও রাব্বি ৮ রান করেন। হংকংয়ের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন ইহসান। একটি করে উইকেট পান আতীক ইকবাল ও নাসরুল্লা।