নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে।
শনিবার (৮ জুলাই) দুপুরে তার নির্বাচনী এলাকা ঢাকা-১ (নবাবগঞ্জ-দোহার) আসনের দোহার উপজেলার বিলাসপুরের গনি সিকদার বিদ্যালয় মাঠে কেন্দ্রভিত্তিক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিএনপি বলে তারা নির্বাচনে আসবে না, কিন্ত বিএনপি সময়মতো ঠিকই নির্বাচনে আসবে। সম্প্রতি ফেসবুক ও ইউটিউবে তাকে নিয়ে অনেক অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, একটি চক্র ভয় পেয়েই তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
সালমান এফ রহমান বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না, মুখে এমন কথা বললেও গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
সালমান এফ রহমান আরো বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ডিজিটাল বানিয়েছে আর বিএনপি সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশে-বিদেশে অপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। বিদেশিরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, যা বাস্তবায়নে সরকারও বদ্ধপরিকর। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে মাধ্যমেই হবে।
তিনি আরও বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে, ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে আগামী নির্বাচনে ভোটারদের ঢাকা-১ আসন প্রধামন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন সালমান এফ রহমান।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুুতুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী হানিফ মুহাম্মদ মুর্শিদী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশীর উদ্দিন, সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধূরী প্রমুখ।