নিজস্ব প্রতিবেদক :
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম শুরু হয়। সেখানে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান এবং বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতির ওপর সঙ্গীত পরিবেশিত হচ্ছে। তবে দুপুর ২টার দিকে আওয়ামী লীগের এই সমাবেশ মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে সংগীত পরিবেশন করেন লোকসংগীতশিল্পী লিপি সরকার।
সাংস্কৃতিক আসরে ‘ঝিলমিল করে ময়ূরপঙ্খী নাও’ পরিবেশন করেন শিল্পী প্রীতি সরকার। লোকসংগীত, বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন ‘জাতে বাঙালি’ ও বঙ্গবন্ধুর ওপর গান তোলেন দরাজ কণ্ঠে। এ সময় তার গানে নেচে ওঠেন উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানে গানে গানে সরকারের উন্নয়ন চিত্রও তুলে ধরার চেষ্টা আমন্ত্রিত শিল্পীরা।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কালাম হোসেনসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
এদিকে, মঞ্চে উপস্থিত হয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম।
ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে সমাবেশে ১০ লাখ লোক আনার লক্ষ্য নিয়েছে আওয়ামী লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।