নিজস্ব প্রতিবেদক :
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে হাজির হয়েছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলে হুংকার দিযেছেন তিনি।
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সমাবেশে যোগ দিতে এসে এ হুংকার দেন তনি।
এর আগে দুপুর আড়াইটায় বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শামিম ওসমান। তাকে বিশাল মিছিল নিয়ে আসতে দেখে সমাবেশে আগে থেকে উপস্থিত নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, শামিম ওসমান একটি রিকশার ওপর চড়ে মিছিলে নেতৃত্ব দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। এ সময় তিনি হ্যান্ড মাইক নিয়ে স্লোগান দিতে থাকেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের কাছে সমাবেশ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এ সংসদ সদস্য। বলেন, নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার লোক এসেছে। এ মাঠ প্রায় ভরে গেছে। আমরা প্রমাণ করতে চাই, নারায়ণগঞ্জের মাটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখনও আওয়ামী লীগের ঘাঁটি আছে। শান্তিপূর্ণভাবে যেকোনো অবস্থার মোকাবিলা করা হবে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনার একটি নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। শামীম ওসমান বলেন, এটা আমরা মোকাবিলা করব এবং শান্তিপূর্ণভাবে। আমরা মনে করি, আমাদের শক্তির উৎস হচ্ছে উপরের রাব্বুল আলামিন এবং নিচে জনতা। আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা। ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হেসাইন এ সময় মাইকে বলতে থাকেন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমাদের লাখো ছাত্রজনতা এ সমাবেশে থাকবে। যতই বৃষ্টি আসুক, যতই ঝড় আসুক না কেন আমরা সমাবেশস্থল ছাড়ব না।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ঝড় আসবে, বাধা আসবে। যতই ঝড় আসুক, বাধা আসুক; সবকিছু উপেক্ষা করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা ময়দানে থাকবে।
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আপনারা বঙ্গবন্ধুর সাচ্চা সৈনিক, জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন।