স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম। দুই টেস্টের সিরিজে সবমিলিয়ে তার শিকার ছিল ১৫ উইকেট। সাদা পোশাকে বল হাতে এমন পারফরম্যান্সে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।
ডিসেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দৌড়ে তাইজুলের সঙ্গে রয়েছেন আরও দুইজন। তারা হলেন অস্ট্রেলিয়ার প্যাটকামিন্স এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। সোমবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।
তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে সিলেট টেস্টে কিউইদের ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো টাইগাররা। ঢাকায় দ্বিতীয় টেস্টে হেরে যায় বাংলাদেশ। তবে এখানেও তাইজুল নজরকাড়া বোলিং করেন। নেন ৫ উইকেট। দুই টেস্ট মিলে ১৫ উইকেট নেয়ার কারণেই মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় উঠলো তার নাম।
একই টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্য দেখান নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার তিনি নেন ৫ উইকেট। ব্যাট হাতে করেন ৩৮ রান। দ্বিতীয় টেস্টে ৩১ রানে ৩ উইকেট ও ব্যাট হাতে করেন ৮৭ রান। যে কারণে জয় পায় কিউইরা। এই পারফরম্যান্স দিয়েই তিনি চলে আসেন মাসসেরার তালিকায়।
তবে এই তালিকায় সবার চেয়ে কিছুটা এগিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০২৩ সাল স্বপ্নের মত কেটেছে তার। বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছেন ৩-০ ব্যবধানে। যে সিরিজের প্রথম দুটি টেস্ট হয়েছিলো ডিসেম্বরে।
সেখানে প্রথম টেস্টে ৩ উইকেট নিয়েছিলেন কামিন্স। তবে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ১০ উইকেট তুলেন তিনি। যা তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। এই পারফরম্যান্স দিয়েই তিনি উঠে এলেন মাসসেরা হওয়ার দৌড়ে।