Dhaka রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির মাস সেরার দৌড়ে দুই বাংলাদেশি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের সবশেষ কয়েকটি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যার সুবাদে আইসিসি র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগ্রেস ক্রিকেটারদের। সেই সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্সে নভেম্বর মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পাওয়া তিনজনের মধ্যে দুজনই বাংলাদেশের। মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার এবং ফারজানা হক। তাদের সঙ্গে শর্টলিস্টে থাকা আরেকজন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

আইসিসি প্রতি মাসেই সেরা ক্রিকেটারকে পুরস্কার দিয়ে থাকে। যেখানে প্রথমে মনোনয়ন দেওয়া তিন ক্রিকেটারকে। এরপর ভোটের মাধ্যমে একজন পারফর্মারকে পুরস্কার দেওয়া হয়।

বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার টানা দ্বিতীয়বারের মতো মাসসেরা নারী ক্রিকেটারের লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজও জেতে। তিন ম্যাচ সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাহিদা। সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি ফারজানা হক পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৩৬.৬৬ গড়ে ১১০ রান করেন। ছিল একটি ৬২ রানের দুর্দান্ত ইনিংস।

আরেক মনোনীত ক্রিকেটার পাকিস্তানের সাদিয়া ইকবাল সেই সিরিজে বল হাতে ছিলেন দুর্দান্ত। ২৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ১২.৫০ গড়ে নিয়েছেন ৬ উইকেট।

এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার দুজন- ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। বাকি একজন ভারতের, মোহাম্মদ শামি। তিনজনই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইসিসির মাস সেরার দৌড়ে দুই বাংলাদেশি

প্রকাশের সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ নারী ক্রিকেট দল তাদের সবশেষ কয়েকটি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যার সুবাদে আইসিসি র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগ্রেস ক্রিকেটারদের। সেই সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্সে নভেম্বর মাসে আইসিসির সেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে মনোনয়ন পাওয়া তিনজনের মধ্যে দুজনই বাংলাদেশের। মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার এবং ফারজানা হক। তাদের সঙ্গে শর্টলিস্টে থাকা আরেকজন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

আইসিসি প্রতি মাসেই সেরা ক্রিকেটারকে পুরস্কার দিয়ে থাকে। যেখানে প্রথমে মনোনয়ন দেওয়া তিন ক্রিকেটারকে। এরপর ভোটের মাধ্যমে একজন পারফর্মারকে পুরস্কার দেওয়া হয়।

বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার টানা দ্বিতীয়বারের মতো মাসসেরা নারী ক্রিকেটারের লড়াইয়ে মনোনয়ন পেয়েছেন।

গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজও জেতে। তিন ম্যাচ সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাহিদা। সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

সেরার তালিকায় মনোনয়ন পাওয়া আরেক বাংলাদেশি ফারজানা হক পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৩৬.৬৬ গড়ে ১১০ রান করেন। ছিল একটি ৬২ রানের দুর্দান্ত ইনিংস।

আরেক মনোনীত ক্রিকেটার পাকিস্তানের সাদিয়া ইকবাল সেই সিরিজে বল হাতে ছিলেন দুর্দান্ত। ২৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ১২.৫০ গড়ে নিয়েছেন ৬ উইকেট।

এদিকে ছেলেদের ক্রিকেটে নভেম্বরের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার দুজন- ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। বাকি একজন ভারতের, মোহাম্মদ শামি। তিনজনই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।