Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির মাসসেরা জয়সওয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ১৯৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মাঠে নামলেই ব্যাটটাকে যেন তরবারির মতো ছোটাতে পছন্দ করেন যশ্বসী জয়সওয়াল। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দুই ডাবল সেঞ্চুরিতে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন। দুর্দান্ত ছন্দে থাকার পুরস্কারই যেন পেলেন হাতেনাতে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

পাথুম নিশাঙ্কা ও কেইন উইলিয়ামসনকে টপকে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জয়সওয়াল। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে জয়সওয়াল খেলেছেন ৩ টেস্ট। যার মধ্যে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্ট ২০৯ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর রাজকোটে একই সিরিজের তৃতীয় টেস্টে ২১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ টেস্টে গত মাসে ১১২ গড়ে করেছেন ৫৬০ রান। এটাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ রান। এই ধারা তিনি ধরে রেখেছেন পুরো সিরিজ জুড়েই। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৮৯ গড়ে করেন ৭১২ রান। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোনো এক টেস্ট সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান।

মাসসেরা ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে ভারতীয়দের একটা খরা চলছিল গত কয়েক মাস। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শুবমান গিল। গিলের পর সেই খরা কাটালেন জয়সওয়াল। আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত জয়সওয়াল বলেন, ‘আইসিসির পুরস্কার জিতে বেশ ভালোই লাগছে। আশা করি, এমন পুরস্কার ভবিষ্যতে আরও জিতব। এটাই আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজ। সতীর্থদের সঙ্গে খেলে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে।’

জয়সওয়ালের পর গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৭ রান করেন নিশাংকা। যার মধ্যে ৯ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে গেলেন নিশাংকা। ১৭৩ গড় ও ১৩৪.৬৩ স্ট্রাইকরেটে ৩৪৬ রান করে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সিরিজসেরার পুরস্কারও জেতেন লঙ্কান এই ব্যাটার।

উইলিয়ামসন ফেব্রুয়ারিতে তিন টেস্ট খেলে করেন ৪১২ রান। করেছেন ৩ সেঞ্চুরি। যার মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। এরপর হ্যামিল্টনে একই সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। তাঁর সেঞ্চুরিতেই ৯২ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করেছিল নিউজিল্যান্ড।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর

আইসিসির মাসসেরা জয়সওয়াল

প্রকাশের সময় : ০৮:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

মাঠে নামলেই ব্যাটটাকে যেন তরবারির মতো ছোটাতে পছন্দ করেন যশ্বসী জয়সওয়াল। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দুই ডাবল সেঞ্চুরিতে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন। দুর্দান্ত ছন্দে থাকার পুরস্কারই যেন পেলেন হাতেনাতে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

পাথুম নিশাঙ্কা ও কেইন উইলিয়ামসনকে টপকে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জয়সওয়াল। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে জয়সওয়াল খেলেছেন ৩ টেস্ট। যার মধ্যে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্ট ২০৯ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এরপর রাজকোটে একই সিরিজের তৃতীয় টেস্টে ২১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৩ টেস্টে গত মাসে ১১২ গড়ে করেছেন ৫৬০ রান। এটাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ রান। এই ধারা তিনি ধরে রেখেছেন পুরো সিরিজ জুড়েই। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৮৯ গড়ে করেন ৭১২ রান। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোনো এক টেস্ট সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান।

মাসসেরা ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে ভারতীয়দের একটা খরা চলছিল গত কয়েক মাস। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শুবমান গিল। গিলের পর সেই খরা কাটালেন জয়সওয়াল। আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত জয়সওয়াল বলেন, ‘আইসিসির পুরস্কার জিতে বেশ ভালোই লাগছে। আশা করি, এমন পুরস্কার ভবিষ্যতে আরও জিতব। এটাই আমার প্রথম পাঁচ ম্যাচের সিরিজ। সতীর্থদের সঙ্গে খেলে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে।’

জয়সওয়ালের পর গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৭ রান করেন নিশাংকা। যার মধ্যে ৯ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডেতে শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হয়ে গেলেন নিশাংকা। ১৭৩ গড় ও ১৩৪.৬৩ স্ট্রাইকরেটে ৩৪৬ রান করে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে সিরিজসেরার পুরস্কারও জেতেন লঙ্কান এই ব্যাটার।

উইলিয়ামসন ফেব্রুয়ারিতে তিন টেস্ট খেলে করেন ৪১২ রান। করেছেন ৩ সেঞ্চুরি। যার মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। এরপর হ্যামিল্টনে একই সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। তাঁর সেঞ্চুরিতেই ৯২ বছরের ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করেছিল নিউজিল্যান্ড।