Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির মাসসেরার দৌড়ে সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ২০১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মার্চ মাসটা দারুণ কেটেছে সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গড়েছেন বিশ্বরেকর্ড, এছাড়া ব্যাট ও বল হাতে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গেল মাসজুড়ে বাইশগজে দ্যুতি ছড়িয়েছেন। টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়া গড়েছেন একের পর এক কীর্তি। এবার আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মার্চ মাসের সেরার দৌড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান। এছাড়া মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ও রাভিনা ওয়া এবং রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই।

মার্চে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে করেন ৩৫৩ রান, উইকেট ১৫টি।

অন্যদিকে, মার্চে দুই টেস্ট খেলে ৩৩৭ রান করেন কেন উইলিয়ামসন। যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অপরাজিত ১২১ রানের ম্যাচজয়ী ইনিংস। দ্বিতীয় টেস্টে আবার হাঁকান ডাবল সেঞ্চুরি।

সাকিবের আরেক প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আসিফ খান। নেপালের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন তিনি। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন আসিফ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

আইসিসির মাসসেরার দৌড়ে সাকিব

প্রকাশের সময় : ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

মার্চ মাসটা দারুণ কেটেছে সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গড়েছেন বিশ্বরেকর্ড, এছাড়া ব্যাট ও বল হাতে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গেল মাসজুড়ে বাইশগজে দ্যুতি ছড়িয়েছেন। টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়া গড়েছেন একের পর এক কীর্তি। এবার আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মার্চ মাসের সেরার দৌড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান। এছাড়া মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ও রাভিনা ওয়া এবং রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই।

মার্চে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড মিলিয়ে মোট ১২টি ম্যাচ খেলেন সাকিব। ব্যাট হাতে করেন ৩৫৩ রান, উইকেট ১৫টি।

অন্যদিকে, মার্চে দুই টেস্ট খেলে ৩৩৭ রান করেন কেন উইলিয়ামসন। যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অপরাজিত ১২১ রানের ম্যাচজয়ী ইনিংস। দ্বিতীয় টেস্টে আবার হাঁকান ডাবল সেঞ্চুরি।

সাকিবের আরেক প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আসিফ খান। নেপালের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন তিনি। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন আসিফ।