Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়নে ভারতীয়দের ছড়াছড়ি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক  : 

২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন, যার মধ্যে তিনজনই ভারতীয়।

বর্ষসেরার দৌড়ে থাকা তিন ভারতীয় হলেন-বিরাট কোহলি, শুভমান গিল এবং মোহাম্মদ শামি। চমক জাগানো ব্যাপার হলো, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার জায়গা পাননি এই তালিকায়। ভারতের তিনজনের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

বিশেষজ্ঞ প্যানেল ও ভক্তদের ভোটে চলতি মাসের শেষ দিকে তাদের মধ্যে একজনকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করবে আইসিসি।

ভারতীয় ওপেনার শুভমান গিল গত বছর ২৯ ম্যাচে ১৫৮৪ রান করেছেন। ২০২৩ সালে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ঘরের মাঠে বিশ্বকাপেও তার ব্যাট থেকে ৪৪.২৫ গড়ে আসে ৩৫৪ রান।

অন্যদিকে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন কোহলি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের (৭৬৫) রেকর্ড গড়ে টুর্নামেন্টসেরা হন তিনি। সব মিলিয়ে বছরজুড়ে ২৭ ওয়ানডেতে ১৩৭৭ রান আসে কোহলির ব্যাট থেকে।

অপর ভারতীয় মোহাম্মদ শামিরও দুর্দান্ত বিশ্বকাপ কেটেছে। নেন টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ উইকেট। সবমিলিয়ে বছরে ১৯ ওয়ানডে খেলে ৪৩ উইকেট পান ডানহাতি এই পেসার।

ভারতীয়দের বাইরে একমাত্র ক্রিকেটার হিসেবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন মিচেল। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার ২৬ ম্যাচে ১ হাজার ২০৪ রানের পাশাপাশি শিকার করেছেন ৯ উইকেট। কিউইদের বিশ্বকাপ সেমিফাইনালের খেলার পেছনে বড় ভূমিকা রাখেন তিনি। সেই আসরে ৬৯ গড়ে ৫৫২ রান আসে তার ব্যাট থেকে।

এদিকে বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের স্কিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়নে ভারতীয়দের ছড়াছড়ি

প্রকাশের সময় : ০৯:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক  : 

২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন, যার মধ্যে তিনজনই ভারতীয়।

বর্ষসেরার দৌড়ে থাকা তিন ভারতীয় হলেন-বিরাট কোহলি, শুভমান গিল এবং মোহাম্মদ শামি। চমক জাগানো ব্যাপার হলো, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার জায়গা পাননি এই তালিকায়। ভারতের তিনজনের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

বিশেষজ্ঞ প্যানেল ও ভক্তদের ভোটে চলতি মাসের শেষ দিকে তাদের মধ্যে একজনকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করবে আইসিসি।

ভারতীয় ওপেনার শুভমান গিল গত বছর ২৯ ম্যাচে ১৫৮৪ রান করেছেন। ২০২৩ সালে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ঘরের মাঠে বিশ্বকাপেও তার ব্যাট থেকে ৪৪.২৫ গড়ে আসে ৩৫৪ রান।

অন্যদিকে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন কোহলি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের (৭৬৫) রেকর্ড গড়ে টুর্নামেন্টসেরা হন তিনি। সব মিলিয়ে বছরজুড়ে ২৭ ওয়ানডেতে ১৩৭৭ রান আসে কোহলির ব্যাট থেকে।

অপর ভারতীয় মোহাম্মদ শামিরও দুর্দান্ত বিশ্বকাপ কেটেছে। নেন টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ উইকেট। সবমিলিয়ে বছরে ১৯ ওয়ানডে খেলে ৪৩ উইকেট পান ডানহাতি এই পেসার।

ভারতীয়দের বাইরে একমাত্র ক্রিকেটার হিসেবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন মিচেল। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার ২৬ ম্যাচে ১ হাজার ২০৪ রানের পাশাপাশি শিকার করেছেন ৯ উইকেট। কিউইদের বিশ্বকাপ সেমিফাইনালের খেলার পেছনে বড় ভূমিকা রাখেন তিনি। সেই আসরে ৬৯ গড়ে ৫৫২ রান আসে তার ব্যাট থেকে।

এদিকে বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের দৌড়ে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলেই গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের স্কিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।