স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর। প্রতি বছরই আলোচনার কেন্দ্রবিন্দু হয় এই অনুষ্ঠান, তবে এবার বিশেষভাবে নজর কাড়ছে বাংলাদেশের উপস্থিতি। প্রথমে ১৩৫৫ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত টিকে আছেন মাত্র ৩৫০ জন। এই সংক্ষিপ্ত ও বাছাইকৃত তালিকায় জায়গা করে নেওয়া সাত বাংলাদেশি ক্রিকেটার দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে নতুন উত্তেজনা তৈরি করেছে।
তবে একই সঙ্গে বিস্ময়ের জন্ম দিয়েছে একটি বড় নামের অনুপস্থিতি, সাকিব আল হাসান। প্রাথমিক তালিকায় ছিলেন। কিন্তু শেষে তাকে বাদ দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকা থেকে, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে। এক কোটি রুপি ভিত্তিমূল্যে নাম তুলেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত জায়গা হয়নি একুশতম আসরের নিলামে।
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন শুধুই মুস্তাফিজুর রহমান। আইপিএলে নিয়মিত অংশগ্রহণকারী এই পেসার এবারও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে অন্যতম আকর্ষণ হতে পারেন। তার সাম্প্রতিক পারফরম্যান্স, বিশেষ করে আইএলটি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দ, ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে পড়ার যথেষ্ট কারণ। ইতোমধ্যে ৬০ ম্যাচ খেলার অভিজ্ঞতা তাকে আরও এগিয়ে রাখে।
বাকি ছয় বাংলাদেশি ক্রিকেটা-রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান এবং শরিফুল ইসলাম-বিভিন্ন ভিত্তিমূল্য ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরিফুল। তুলনামূলকভাবে কম ভিত্তিমূল্যে ৩০ লাখ রুপিতে তালিকায় আছেন রাকিবুল, যিনি অনূর্ধ্ব–১৯ দলে সফলভাবে নাম লেখানোর পাশাপাশি ২০২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।
নিলামের কাঠামো অনুযায়ী এবার শুরুতেই তোলা হবে ক্যাপড ক্রিকেটারদের। ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, পেসার ও স্পিনার বিভাগে গুচ্ছভিত্তিক ভাগ করা হবে খেলোয়াড়দের। এই সেট বিন্যাসে মুস্তাফিজ থাকছেন ফাস্ট বোলারদের দ্বিতীয় সেটে, রিশাদ স্পিনারদের দ্বিতীয় সেটে, তাসকিন তৃতীয় সেটে, নাহিদ ও তানজিম চতুর্থ সেটে, শরিফুল পঞ্চম সেটে এবং আনক্যাপড স্পিনার হিসেবে রাকিবুল থাকছেন নিজের বিভাগের চতুর্থ সেটে।
চূড়ান্ত তালিকায় শেষ মুহূর্তে সংযোজন হওয়া ৩৫ খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। আন্তর্জাতিক অবসর থেকে ফিরে ব্যাট হাতে সেঞ্চুরির ঝলক দেখানোর পর নতুন করে দলগুলোর আগ্রহ তৈরি হয়েছে তাকে ঘিরে। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামে পাওয়া ২ কোটি রুপির অর্ধেক।
আইপিএল নিলামে থাকা ৭ বাংলাদেশি
ক্রিকেটার ভিত্তিমূল্য
মুস্তাফিজুর রহমান ২ কোটি রুপি
রিশাদ হোসেন ৭৫ লাখ রুপি
তাসকিন আহমেদ ৭৫ লাখ রুপি
তানজিম হাসান সাকিব ৭৫ লাখ রুপি
নাহিদ রানা ৭৫ লাখ রুপি
শরিফুল ইসলাম ৭৫ লাখ রুপি
রাকিবুল হাসান ৩০ লাখ রুপি
স্পোর্টস ডেস্ক 

























