Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে খেলতে বিসিবির অনুমতি পেলেন মুস্তাফিজ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৩১২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শারজায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি আগামীকাল শনিবার। দুই ম্যাচের সিরিজ শেষ না করেই আইপিএল খেলতে ভারতে যাবেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে আইপিএলে তিন ম্যাচের জন্য অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে তারা।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি ক্রিকেট অপারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে চলমান আইপিএল ২০২৫ এ অংশগ্রহণের জন্য ১৮ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত একটি অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেছে।

এই পেস বোলারকে আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলানোর কথা নিশ্চিত করেছে তারা, ‘১৭ মে ২০২৫ শারজাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলার জন্য উন্মুক্ত থাকবে মোস্তাফিজ।’

১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে, আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির লিগ পর্বে আইপিএলের শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। দ্বিপাক্ষিক সিরিজের মাঝেই ১৮ মে দিল্লি মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। লিগ পর্বে দিল্লির শেষ দুই ম্যাচ ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে।

৮ দিন পর আগামী শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তার শঙ্কায় বেশ কিছু বিদেশি ক্রিকেটার আইপিএলে ফিরছেন না। তাতে কিছুটা হলেও টুর্নামেন্টের জৌলুশ কমছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে : কাদের সিদ্দিকী

আইপিএলে খেলতে বিসিবির অনুমতি পেলেন মুস্তাফিজ

প্রকাশের সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

শারজায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি আগামীকাল শনিবার। দুই ম্যাচের সিরিজ শেষ না করেই আইপিএল খেলতে ভারতে যাবেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে আইপিএলে তিন ম্যাচের জন্য অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে তারা।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি ক্রিকেট অপারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে চলমান আইপিএল ২০২৫ এ অংশগ্রহণের জন্য ১৮ থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত একটি অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেছে।

এই পেস বোলারকে আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলানোর কথা নিশ্চিত করেছে তারা, ‘১৭ মে ২০২৫ শারজাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলার জন্য উন্মুক্ত থাকবে মোস্তাফিজ।’

১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে, আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির লিগ পর্বে আইপিএলের শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। দ্বিপাক্ষিক সিরিজের মাঝেই ১৮ মে দিল্লি মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। লিগ পর্বে দিল্লির শেষ দুই ম্যাচ ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে।

৮ দিন পর আগামী শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তার শঙ্কায় বেশ কিছু বিদেশি ক্রিকেটার আইপিএলে ফিরছেন না। তাতে কিছুটা হলেও টুর্নামেন্টের জৌলুশ কমছে।