Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে এবার কোন দলের অধিনায়ক কে?

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ২৪২ জন দেখেছেন

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৮তম আসরের অধিনায়কদের তালিকা চূড়ান্ত হয়েছে। এবারের আসরে কিছু অনুমিত অধিনায়ক থাকলেও বেশ কয়েকটি চমকপ্রদ সিদ্ধান্তও নেয়া হয়েছে। সর্বশেষ শুক্রবার (১৪ মার্চ) দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়কের নাম ঘোষণা করে। যা অনেকের জন্যই ছিল চমক। দেখে নেয়া যাক, কোন দল কাকে অধিনায়ক ঘোষণা করেছে।

চেন্নাই সুপার কিংস (রুতুরাজ গায়কোয়াড়)

গত মৌসুমেও চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন গায়কোয়াড়। এবারও ধোনি-জাদেজাদের নেতৃত্ব থাকছেন তিনি। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৫টি আসরে অংশ নিয়েছেন তিনি। ৬৬ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৩৮০ রান। ২টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৮টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৮ রান।

গুজরাট টাইটানস (শুভমান গিল)

২০২৪ সাল থেকেই গুজরাটের অধিনায়ক গিল। ভারতীয় দলে সহ-অধিনায়কের ভূমিকায় থাকা গিলকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে গুজরাট। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৭টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১০৩ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ২১৬ রান। ৪টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২০টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২৯ রান।

কলকাতা নাইট রাইডার্স (অজিঙ্কা রাহানে)

আইপিএল নিলামের দ্বিতীয় দিনে ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয়া রাহানে শেষ পর্যন্ত কলকাতার অধিনায়ক হয়েছেন। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় কেকেআর। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ১৬টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১৮৫ ম্যাচ খেলে করেছেন ৪ হাজার ৬৪২ রান। ২টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩০টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৫ রান।

লক্ষণৌ সুপার জায়ান্টস (ঋষভ পন্ত)

দিল্লির নেতৃত্ব ছেড়ে এবার লক্ষণৌ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করবেন পন্ত। নিলামে তাকে ২৭ কোটি রুপিতে দলে নেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৮টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১১১ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ২৮৪ রান। ১টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৮টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১২৮ রান।

দিল্লি ক্যাপিটালস (অক্ষর প্যাটেল)

ঋষভ পন্তের অনুপস্থিতিতে আগের মৌসুমে এক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এবার তাকেই স্থায়ী অধিনায়ক করেছে দিল্লি। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ১১টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১৫০ ম্যাচ খেলে করেছেন ১ হাজার ৬৫৩ রান। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৬ রান। তবে বল হাতে তুলে নিয়েছেন ১২৩ উইকেট।

মুম্বাই ইন্ডিয়ানস (হার্দিক পান্ডিয়া)

গত মৌসুমে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হন পেস অলরাউন্ডার হার্দিক। এবারও তার হাতেই নেতৃত্বের ব্যাটন থাকছে। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ১০টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১৩৭ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৫২৫ রান। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও রয়েছে ১০টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯১ রান। বল হাতে তুলে নিয়েছেন ৬৪ উইকেট।

পাঞ্জাব কিংস (শ্রেয়াস আইয়ার)

প্রীতি জিনতার দলে এবার নতুন ভরসা শ্রেয়াস আইয়ার। কলকাতাকে চ্যাম্পিয়ন করা এই অধিনায়ককে ২৬.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৯টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১১৫ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ১২৭ রান। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও রয়েছে ২১টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৬ রান।

রাজস্থান রয়্যালস (সঞ্জু স্যামসন)

২০২১ সাল থেকে রাজস্থানের অধিনায়ক স্যামসন। এবারও তার ওপরই আস্থা রেখেছে দলটি। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ১২টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১৬৭ ম্যাচ খেলে করেছেন ৪ হাজার ৪১৯ রান। ৩টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৫টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১১৯ রান।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রজত পাতিদার)

এবারের সবচেয়ে বড় চমক হল রজত পাতিদারের অধিনায়কত্ব। কেননা এখন পর্যন্ত তার আইপিএলে অভিষেকই হয়নি। কিন্তু তার নেতৃত্বেই কিনা ২২ গজ মাতাবেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকা ক্রিকেটাররা।

সানরাইজার্স হায়দরাবাদ (প্যাট কামিন্স)

এবারের আসরের একমাত্র বিদেশি অধিনায়ক কামিন্স। গত আইপিএলে তার নেতৃত্বে হায়দরাবাদ ফাইনালে খেলেছিল। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৭টি আসরে অংশ নিয়েছেন তিনি। ৫৮ ম্যাচ খেলে করেছেন ৫১৫ রান। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৬ রান। বল হাতে তুলে নিয়েছেন ৬৩ উইকেট।

আইপিএল ২০২৫-এ এবার দেখা যাবে অভিজ্ঞদের সঙ্গে কিছু নতুন অধিনায়কের নেতৃত্বের দক্ষতা। মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকবে, সেটাই এখন দেখার বিষয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইপিএলে এবার কোন দলের অধিনায়ক কে?

প্রকাশের সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৮তম আসরের অধিনায়কদের তালিকা চূড়ান্ত হয়েছে। এবারের আসরে কিছু অনুমিত অধিনায়ক থাকলেও বেশ কয়েকটি চমকপ্রদ সিদ্ধান্তও নেয়া হয়েছে। সর্বশেষ শুক্রবার (১৪ মার্চ) দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়কের নাম ঘোষণা করে। যা অনেকের জন্যই ছিল চমক। দেখে নেয়া যাক, কোন দল কাকে অধিনায়ক ঘোষণা করেছে।

চেন্নাই সুপার কিংস (রুতুরাজ গায়কোয়াড়)

গত মৌসুমেও চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন গায়কোয়াড়। এবারও ধোনি-জাদেজাদের নেতৃত্ব থাকছেন তিনি। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৫টি আসরে অংশ নিয়েছেন তিনি। ৬৬ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৩৮০ রান। ২টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৮টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৮ রান।

গুজরাট টাইটানস (শুভমান গিল)

২০২৪ সাল থেকেই গুজরাটের অধিনায়ক গিল। ভারতীয় দলে সহ-অধিনায়কের ভূমিকায় থাকা গিলকে ঘিরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে গুজরাট। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৭টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১০৩ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ২১৬ রান। ৪টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২০টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২৯ রান।

কলকাতা নাইট রাইডার্স (অজিঙ্কা রাহানে)

আইপিএল নিলামের দ্বিতীয় দিনে ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয়া রাহানে শেষ পর্যন্ত কলকাতার অধিনায়ক হয়েছেন। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় কেকেআর। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ১৬টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১৮৫ ম্যাচ খেলে করেছেন ৪ হাজার ৬৪২ রান। ২টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩০টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১০৫ রান।

লক্ষণৌ সুপার জায়ান্টস (ঋষভ পন্ত)

দিল্লির নেতৃত্ব ছেড়ে এবার লক্ষণৌ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব করবেন পন্ত। নিলামে তাকে ২৭ কোটি রুপিতে দলে নেয়া হয়েছে। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৮টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১১১ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ২৮৪ রান। ১টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৮টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১২৮ রান।

দিল্লি ক্যাপিটালস (অক্ষর প্যাটেল)

ঋষভ পন্তের অনুপস্থিতিতে আগের মৌসুমে এক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এবার তাকেই স্থায়ী অধিনায়ক করেছে দিল্লি। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ১১টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১৫০ ম্যাচ খেলে করেছেন ১ হাজার ৬৫৩ রান। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৬ রান। তবে বল হাতে তুলে নিয়েছেন ১২৩ উইকেট।

মুম্বাই ইন্ডিয়ানস (হার্দিক পান্ডিয়া)

গত মৌসুমে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাইয়ের অধিনায়ক হন পেস অলরাউন্ডার হার্দিক। এবারও তার হাতেই নেতৃত্বের ব্যাটন থাকছে। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ১০টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১৩৭ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৫২৫ রান। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও রয়েছে ১০টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯১ রান। বল হাতে তুলে নিয়েছেন ৬৪ উইকেট।

পাঞ্জাব কিংস (শ্রেয়াস আইয়ার)

প্রীতি জিনতার দলে এবার নতুন ভরসা শ্রেয়াস আইয়ার। কলকাতাকে চ্যাম্পিয়ন করা এই অধিনায়ককে ২৬.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছে পাঞ্জাব। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৯টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১১৫ ম্যাচ খেলে করেছেন ৩ হাজার ১২৭ রান। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও রয়েছে ২১টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৬ রান।

রাজস্থান রয়্যালস (সঞ্জু স্যামসন)

২০২১ সাল থেকে রাজস্থানের অধিনায়ক স্যামসন। এবারও তার ওপরই আস্থা রেখেছে দলটি। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ১২টি আসরে অংশ নিয়েছেন তিনি। ১৬৭ ম্যাচ খেলে করেছেন ৪ হাজার ৪১৯ রান। ৩টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৫টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১১৯ রান।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রজত পাতিদার)

এবারের সবচেয়ে বড় চমক হল রজত পাতিদারের অধিনায়কত্ব। কেননা এখন পর্যন্ত তার আইপিএলে অভিষেকই হয়নি। কিন্তু তার নেতৃত্বেই কিনা ২২ গজ মাতাবেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকা ক্রিকেটাররা।

সানরাইজার্স হায়দরাবাদ (প্যাট কামিন্স)

এবারের আসরের একমাত্র বিদেশি অধিনায়ক কামিন্স। গত আইপিএলে তার নেতৃত্বে হায়দরাবাদ ফাইনালে খেলেছিল। এখন পর্যন্ত ১৮ আসরের মধ্যে ৭টি আসরে অংশ নিয়েছেন তিনি। ৫৮ ম্যাচ খেলে করেছেন ৫১৫ রান। কোনো সেঞ্চুরির দেখা না পেলেও রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৬ রান। বল হাতে তুলে নিয়েছেন ৬৩ উইকেট।

আইপিএল ২০২৫-এ এবার দেখা যাবে অভিজ্ঞদের সঙ্গে কিছু নতুন অধিনায়কের নেতৃত্বের দক্ষতা। মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকবে, সেটাই এখন দেখার বিষয়।