Dhaka বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছেন। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।

নির্বাচনী গণসংযোগে অংশ নিতে বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন আইনমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

‘গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবি’ ব্যানারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশে আদালত বর্জনের ডাক দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালনও করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এর (আদালত বর্জন) কোনো মর্মার্থ নাই। কারণ হচ্ছে, আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা আমার মনে হয়- এটা বিএনপির ভুল এবং অন্যায়।’

‘৭ তারিখের নির্বাচন তামাশার নির্বাচন’ বিএনপির এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে। তারা এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। দেশের জনগণ তাদের অধিকার সঠিকভাবে ব্যক্ত করবে।যারা (বিএনপি) বলছে- নির্বাচন তামাশার, আসলে তাদের বক্তব্যটাই তামাশা। কারণ হচ্ছে, জনগণ এ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন বলে জনগণের এখন কার্যকলাপে বুঝা যাচ্ছে। ওনারা (বিএনপি নেতাকর্মী) কথা বলে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম শাফী, আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

আবহাওয়া

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইট

আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল: আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০১:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, আদালত আদালতের কাজ করে যাচ্ছেন। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আইনজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।

নির্বাচনী গণসংযোগে অংশ নিতে বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন আইনমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

‘গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবি’ ব্যানারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশে আদালত বর্জনের ডাক দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালনও করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এর (আদালত বর্জন) কোনো মর্মার্থ নাই। কারণ হচ্ছে, আদালত আদালতের কাজ করে যাচ্ছে। আদালত বিচারকার্যে মনোনিবেশ করছেন। আদালতকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে টেনে আনা আমার মনে হয়- এটা বিএনপির ভুল এবং অন্যায়।’

‘৭ তারিখের নির্বাচন তামাশার নির্বাচন’ বিএনপির এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে। তারা এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। দেশের জনগণ তাদের অধিকার সঠিকভাবে ব্যক্ত করবে।যারা (বিএনপি) বলছে- নির্বাচন তামাশার, আসলে তাদের বক্তব্যটাই তামাশা। কারণ হচ্ছে, জনগণ এ নির্বাচনকে মেনে নিয়েছেন এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন বলে জনগণের এখন কার্যকলাপে বুঝা যাচ্ছে। ওনারা (বিএনপি নেতাকর্মী) কথা বলে যেতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের অধিকার ব্যক্ত করবে।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম শাফী, আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।