Dhaka রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আইএমএফের পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৫৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক আইএমএফের ফর্মুলা মেনে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে।

আইএমএফের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল ৬ অনুসারে এখন দেশের রিজার্ভ ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভিন্ন জায়গায় বিনিয়োগসহ প্রচলিত মূল্যে রয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে।

আইএমএফের হিসাব অনুযায়ী দেশের যে রিজার্ভ (২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার) আছে তা দিয়ে ৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চলতি জুলাই মাসের শুরু থেকেই কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্টস এবং বিপিএম-৬ সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে রিজার্ভের হিসাবায়ন শুরু করেছে।

এর আগে গত জুন মাসে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ চট্টগ্রামের ওপর নির্ভরশীল : গভর্নর

আইএমএফের পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

প্রকাশের সময় : ০৬:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৫৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক আইএমএফের ফর্মুলা মেনে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে।

আইএমএফের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল ৬ অনুসারে এখন দেশের রিজার্ভ ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিভিন্ন জায়গায় বিনিয়োগসহ প্রচলিত মূল্যে রয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে।

আইএমএফের হিসাব অনুযায়ী দেশের যে রিজার্ভ (২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার) আছে তা দিয়ে ৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চলতি জুলাই মাসের শুরু থেকেই কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্টস এবং বিপিএম-৬ সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে রিজার্ভের হিসাবায়ন শুরু করেছে।

এর আগে গত জুন মাসে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।