রাজশাহী জেলা প্রতিনিধি :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, অস্ত্রোপচারের সময় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসককে নিতে হবে।
সোমবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, একটা অপারেশন করতে যা যা দরকার, সেটা ছাড়া কোনো দিনই কোনো বেসরকারি হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়-দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।
হাসপাতালে পরিদর্শন কার্যক্রম চলবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভিযান কথাটা একটু অন্য রকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না।
ডা. সামন্ত লাল সেন বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগলো, অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না। এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং ডিস্ট্রিক হসপিটাল বা অন্য যেগুলো আছে, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি বলেন, বলেন, রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হাসপাতাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করবো সেটিকে সচল করার। সেটিকে সচল করে এখানকার রোগীর চাপটা কমানোর চেষ্টা করবো। কিছু জনবলের ঘাটতি আছে, সেটি সমাধান করতে পারবো বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
সামন্ত লাল সেন বলেন, ‘বার্ন ইউনিটটি আমারও একটা টপ প্রায়োরিটি প্রজেক্ট। রাজশাহী মেডিকেলেও একটা ইউনিট হবে। এটা হলে মানুষের অনেক উপকার হবে।’
মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন সময় রোগী বা স্বজনদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা ও হাসপাতালে সাংবাদিক প্রবেশ করতে না দেওয়ার অভিযোগের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এমন কোনো অভিযোগ থাকলে জানালে আমরা ব্যবস্থা নেব।’
দেশের ২১ শতাংশ চিকিৎসক অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) হিসেবে কর্মরত। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বরাদ্দকৃত সাড়ে সাতশ পোস্টের বিপরীতে ওএসডি হিসেবে কর্মরত আছেন সাড়ে ১১ হাজার চিকিৎসক। এ বিষয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেটি বাস্তবায়ন করা গেলে এই সংখ্যা কমে আসবে।’
বিএমডিএর অনুমোদনহীন মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমন যদি কারো কাছে কোনো অভিযোগ থাকে, তাহলে বলবেন সেটা আমরা দেখবো।
সম্প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কাছে রোগীর স্বজনের নির্যাতনের প্রসঙ্গ তুললে মন্ত্রী বলেন, ওটার ব্যাপারে আমি জানি না। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা দেখবেন।
হাসপাতালগুলোতে নিয়মিত পরিদর্শন চলবে জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
এ সময় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলীসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।