Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়তেই মিলল সাড়ে তিন কেজি সোনা!

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • ২৪১ জন দেখেছেন

সংগৃহিত ছবি

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে মাটি খুঁড়ে স্বর্ণের বিশালাকার দু’টি দলা পাওয়া গেছে। স্বর্ণের দলা দুটির ওজন সাড়ে তিন কিলোগ্রাম। স্বর্ণের দুই দলার বাজারমূল্য তিন লাখ ৫০ হাজার মার্কিন ডলারের বেশি।

জানা গেছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের টার্নাগুলা শহরে মেটাল ডিটেক্টর দিয়ে আগে জায়গা চিহ্নিত করেছিলেন ব্রেন্ট শ্যানন ও ইথান ওয়েস্ট। তারা দু’জনেই যন্ত্র দিয়ে পরীক্ষা করে জায়গা চিহ্নিত করে মাটি খুঁড়ে সোনা উদ্ধার করেন।

গতকাল বৃহস্পতিবার কয়েক ঘণ্টা মাটি খুঁড়তেই বিশালাকার স্বর্ণের দু’টি দলা পান তারা। ডিসকভারি চ্যানেলে সেই ঘটনার ভিডিও দেখানো হয়েছে।

আরও পড়ুন :  সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সহকারি ট্রেন চালক তুষার

শ্যানন বলেন, জায়গাটি আগে কখনো খোঁড়াখুঁড়ি করা হয়নি। সে কারণে, ওখানে যন্ত্র দিয়ে ইতিবাচক সাড়া পেতেই আমরা খোঁড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি।

ওই এলাকায় এক ব্যক্তি মেটাল ডিটেক্টর ব্যবহার করে এক কেজি চারশ গ্রাম স্বর্ণের দলা পেয়েছেন গত বছর। ১৮৫০ সাল থেকে অস্ট্রেলিয়ায় এভাবে মাটির ভেতরে লুকিয়ে থাকা সোনা খুঁজে বের করা শুরু হয়।

সূত্র : বিবিসি

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়তেই মিলল সাড়ে তিন কেজি সোনা!

প্রকাশের সময় : ০৬:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে মাটি খুঁড়ে স্বর্ণের বিশালাকার দু’টি দলা পাওয়া গেছে। স্বর্ণের দলা দুটির ওজন সাড়ে তিন কিলোগ্রাম। স্বর্ণের দুই দলার বাজারমূল্য তিন লাখ ৫০ হাজার মার্কিন ডলারের বেশি।

জানা গেছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের টার্নাগুলা শহরে মেটাল ডিটেক্টর দিয়ে আগে জায়গা চিহ্নিত করেছিলেন ব্রেন্ট শ্যানন ও ইথান ওয়েস্ট। তারা দু’জনেই যন্ত্র দিয়ে পরীক্ষা করে জায়গা চিহ্নিত করে মাটি খুঁড়ে সোনা উদ্ধার করেন।

গতকাল বৃহস্পতিবার কয়েক ঘণ্টা মাটি খুঁড়তেই বিশালাকার স্বর্ণের দু’টি দলা পান তারা। ডিসকভারি চ্যানেলে সেই ঘটনার ভিডিও দেখানো হয়েছে।

আরও পড়ুন :  সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সহকারি ট্রেন চালক তুষার

শ্যানন বলেন, জায়গাটি আগে কখনো খোঁড়াখুঁড়ি করা হয়নি। সে কারণে, ওখানে যন্ত্র দিয়ে ইতিবাচক সাড়া পেতেই আমরা খোঁড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি।

ওই এলাকায় এক ব্যক্তি মেটাল ডিটেক্টর ব্যবহার করে এক কেজি চারশ গ্রাম স্বর্ণের দলা পেয়েছেন গত বছর। ১৮৫০ সাল থেকে অস্ট্রেলিয়ায় এভাবে মাটির ভেতরে লুকিয়ে থাকা সোনা খুঁজে বের করা শুরু হয়।

সূত্র : বিবিসি