Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সংগীত, আইসিসির ব্যাখ্যা চায় পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কারও অজান্তে কিংবা ঘটনাক্রমে কিছু ঘটলে অনাকাঙ্ক্ষিত ভুল বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচের পর ম্যাচ যা হচ্ছে, সেগুলোকে অনাকাঙ্ক্ষিত ভুল বলা হবে কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েই। টুর্নামেন্টের একেকটা ম্যাচ যে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে।

দুবাইয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগো থেকে আয়োজক পাকিস্তানের নাম উধাও হয়ে যায়। এ ভুলকে আইসিসি বলেছে ‘কারিগরি ত্রুটি’।

লাহোরে শনিবার (২২ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে ঘটেছে আরেক কাণ্ড। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। এ ঘটনায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠার ২-৩ সেকেন্ড পরেই তা বন্ধ করা হয়। এরপর বাজানো হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। অনেকে ভাবতে পারেন, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক যেহেতু পাকিস্তান, তাই প্লে–লিস্টে জাতীয় সংগীত রাখা ও বাজানোর দায়িত্বও পিসিবির।

কিন্তু পিসিবির এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, বৈশ্বিক ইভেন্ট হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর জাতীয় সংগীতের প্লে–লিস্ট আইসিসিই বানিয়েছে এবং ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির নিয়োগ করা ব্যক্তিকেই দেওয়া হয়েছে।

ক্রিকইনফো আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠায় পিসিবি অসন্তুষ্ট এবং এর জন্য তারা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করেছে। লাহোরের ম্যাচের প্লে–লিস্টে ভারতের জাতীয় সংগীত রাখা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।

পিসিবি মনে করে, পাকিস্তানের মাটিতে যেহেতু ভারতের কোনো খেলা নেই, তাই প্লে–লিস্টে তাদের জাতীয় সংগীত রাখার কোনো মানেই হয় না।

পিসিবির চাওয়া ব্যাখ্যায় এবার আইসিসি কী জবাব দেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি দর্শক হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ এই প্রথমবার মুখোমুখি হয়েছিল পাকিস্তানের মাঠে। গাদ্দাফি স্টেডিয়ামে দর্শক ছিল ২৬ হাজার ২৩২ জন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সংগীত, আইসিসির ব্যাখ্যা চায় পাকিস্তান

প্রকাশের সময় : ০২:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

কারও অজান্তে কিংবা ঘটনাক্রমে কিছু ঘটলে অনাকাঙ্ক্ষিত ভুল বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচের পর ম্যাচ যা হচ্ছে, সেগুলোকে অনাকাঙ্ক্ষিত ভুল বলা হবে কি না, প্রশ্ন উঠেছে তা নিয়েই। টুর্নামেন্টের একেকটা ম্যাচ যে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে।

দুবাইয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগো থেকে আয়োজক পাকিস্তানের নাম উধাও হয়ে যায়। এ ভুলকে আইসিসি বলেছে ‘কারিগরি ত্রুটি’।

লাহোরে শনিবার (২২ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে ঘটেছে আরেক কাণ্ড। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে কয়েক সেকেন্ড বাজানো হয়েছে ভারতের জাতীয় সংগীত। এ ঘটনায় আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠার ২-৩ সেকেন্ড পরেই তা বন্ধ করা হয়। এরপর বাজানো হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। অনেকে ভাবতে পারেন, চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক যেহেতু পাকিস্তান, তাই প্লে–লিস্টে জাতীয় সংগীত রাখা ও বাজানোর দায়িত্বও পিসিবির।

কিন্তু পিসিবির এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, বৈশ্বিক ইভেন্ট হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া দলগুলোর জাতীয় সংগীতের প্লে–লিস্ট আইসিসিই বানিয়েছে এবং ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির নিয়োগ করা ব্যক্তিকেই দেওয়া হয়েছে।

ক্রিকইনফো আরও জানিয়েছে, অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠায় পিসিবি অসন্তুষ্ট এবং এর জন্য তারা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকেই দায়ী করেছে। লাহোরের ম্যাচের প্লে–লিস্টে ভারতের জাতীয় সংগীত রাখা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।

পিসিবি মনে করে, পাকিস্তানের মাটিতে যেহেতু ভারতের কোনো খেলা নেই, তাই প্লে–লিস্টে তাদের জাতীয় সংগীত রাখার কোনো মানেই হয় না।

পিসিবির চাওয়া ব্যাখ্যায় এবার আইসিসি কী জবাব দেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

এখনও পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি দর্শক হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ এই প্রথমবার মুখোমুখি হয়েছিল পাকিস্তানের মাঠে। গাদ্দাফি স্টেডিয়ামে দর্শক ছিল ২৬ হাজার ২৩২ জন।