নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ক্ষমতাসীনদের বিদায় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর প্রেসক্লাব এলাকাতে অসহযোগ আন্দোলনে পক্ষে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, আন্দোলন চলছে এবং চলবে। সরকারের পতন জন্য যা যা করা দরকার তাই করা হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো বর্তমান সরকারকে বিদায় করতে জনগণকে ভূমিকা রাখতে হবে। পেশিশক্তি নয়, শান্তিপূর্ণ আন্দোলনে সরকারকে বিদায় করা হবে। সরকারকে বিদায় করতে সব ধরণের পন্থা অবলম্বন করা হবে।
এদিকে জাতীয় প্রেস ক্লাবে ইউনাইটেড ল ইয়ার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় মঈন খান বলেন, বাংলাদেশের মতো নির্বাচন পৃথিবীরর কোথাও হয় না। এদেশে ভোট চুরি লুকিয়ে হয়না, এর জন্য লজ্জাজনক ঘটনা পৃথিবীর আর কোথাও নেই।
৭ জানুয়ারির নির্বাচন ৩০ নভেম্বর হয়ে গেছে। ৭ তারিখ নির্বাচনের ফল শুধু ঘোষণা করা হবে। এ নির্বাচন নিয়ে আলোচনার কোন প্রয়োজন নেই। নিজ নিজ জায়গা সরকারের সব অপকর্মের প্রতিবাদ করার আহবান জানান।
তিনি বলেন, জনগণকে মৌলিক অধিকার ফিরিয়ে না দিতে পারলে সবকিছুই ব্যর্থ হবে। জনগণকে সম্পৃক্ত করেই রাজনীতি করবে বিএনপি। ইতিমধ্যে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। নিজেদের স্বার্থ বাদ দিয়ে রাজপথে আন্দোলন বেগবান করতে হবে।
গত বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে একই দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একই কর্মসূচির ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ। ভোট বর্জনের অসহযোগ আন্দোলন সফল করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান বিএনপির শরিকরা।