বিনোদন ডেস্ক :
বিজয়া, বিসর্জন-এর পর এইবার ‘অর্ধাঙ্গিনী’। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল কৌশিকের সঙ্গে জুটি বাঁধছেন জয়া আহসান। ২০১৯ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। অবশেষে মুক্তির তারিখ জানালেন জয়া নিজেই। এই ছবির মধ্য দিয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন জয়া আহসান।
শুক্রবার (১২ মে) প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার।
শুক্রবার (১২ মে) দুপুরে প্রকাশ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’ ছবির ট্রেলার। ৩ মিনিট ৫ সেকেন্ডের এই ঝলকে নিজ নিজ চরিত্রে মুন্সিয়ানা দেখাতে কার্পণ্য করেননি কেউই। আর নির্মাতা হিসেবে গল্পের প্লট কিংবা সংলাপের মুগ্ধতা বরাবরের মতোই ধরে রেখেছেন কৌশিক গাঙ্গুলি। এছাড়া ছবির গানগুলো আলাদাভাবে দর্শকের হৃদয়ের দুয়ারে কড়া নাড়ছে।
মূলত দুই নারীর জীবনের গল্প জানাবে ‘অর্ধাঙ্গিনী’। যেখানে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প।
এই ছবির গল্পে দেখা যাবে, একজন ব্যক্তি (কৌশিক) প্রথম স্ত্রীর (চূর্ণী) সঙ্গে দীর্ঘ দিন সংসার করার পর বিচ্ছেদ করে ফেলেন। এরপর বিয়ে করেন আরেক নারীকে (জয়া)। হঠাৎ এক দুর্ঘটনায় কোমায় চলে যান সেই ব্যক্তি। এমন এক জটিল পরিস্থিতি তৈরি হয় যে, বর্তমান স্ত্রী (জয়া) ছুটে যান তার আগের স্ত্রীর (চূর্ণী) কাছে। এরপর বর্তমান ও প্রাক্তনের মধ্যে এক অন্যরকম রসায়নের অবতারণা হয়।
এতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। ২০১৯ সালে দুর্গাপূজোর পর শুরু হয়েছিল এই ছবির শুটিং। মাঝে পেরিয়ে গেছে কয়েক বছর। ২ জুন মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’। ছবিতে চূর্ণী, জয়া, কৌশিক ছাড়াও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য ও লিলি চক্রবর্তী।