Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অর্ধনগ্ন হয়ে মিটিংয়ে বস, শরীর ম্যাসাজ করছেন নারী

আন্তর্জাতিক ডেস্ক : 

শার্ট খুলে অর্ধনগ্ন অবস্থায় একটি মিটিংয়ে অংশ নেওয়ায় এয়ার এশিয়ার প্রধান নির্বাহীর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। টনি ফার্নান্দেজ নামে সেই কর্মকর্তা নিজেই তার এই ছবি পোস্ট করেছেন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইনে। ছবিতে দেখা যাচ্ছে, ল্যাপটপের সামনে অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন তিনি এবংতার শরীর ম্যাসাজ করছেন একজন নারী।

জানা গেছে, চেয়ারে বসে থাকা ব্যক্তিটি মালয়েশীয় এয়ারলাইন কোম্পানি এয়ারএশিয়ার প্রধান নির্বাহী (সিইও) টনি ফার্নান্দেস।

তার এভাবে খালি গায়ে সহকর্মীদের সঙ্গে মিটিং করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এয়ারএশিয়া সিইওর আচরণকে ‘অনুপযুক্ত’ বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি লিংকডইনে নিজেই ছবিটি শেয়ার করেছিলেন টনি। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, একটা চাপযুক্ত সপ্তাহ ছিল এবং ভেরানিটা ইয়োসেফাইন (ইন্দোনেশিয়া এয়ারএশিয়ার সিইও) আমাকে ম্যাসাজ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ইন্দোনেশিয়া এবং এয়ারএশিয়ার এই সংস্কৃতি ভালো লেগেছে যে, আমি ম্যানেজমেন্ট মিটিংয়ের মধ্যে ম্যাসাজও নিতে পারি।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার এই পোস্ট। সেখানে মন্তব্য করেন বহু মানুষ, যার বেশিরভাগই ছিল নেতিবাচক।

এক ব্যবহারকারী লিখেছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যিনি পুঁজিবাজারে নথিভুক্ত একটি কোম্পানির প্রধান নির্বাহী, তিনি খালি গায়ে ম্যাসাজ নিতে নিতে মিটিং করছেন। কোম্পানির প্রধান নির্বাহী, এই অংশটুকু বাদ দিলেও এমন আচরণ যথাযথ নয়।

আরেকজন লিখেছেন, আমি ধরে নিচ্ছি, দীর্ঘ কর্মদিবসের পরে ওই মিটিং হয়েছিল এবং অফিসের বেশিরভাগই খালি ছিল। কিন্তু তারপরও, অন্তত ছবি তোলার জন্য একটা শার্ট গায়ে দিয়ে নিতে পারতেন।

তৃতীয় এক ব্যক্তি বিশ্বাসই করতে পারছেন না, টনি ফার্নান্দেস নিজে এই পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আমার মনে হয় কেউ তার আইডি হ্যাক করে এটি লিখেছে।

চতুর্থ এক ব্যক্তি লিখেছেন, টনি যখন বললেন, এয়ার এশিয়ার সংস্কৃতি খোলামেলা, তখন বুঝতে পারিনি যে এতটা খোলামেলা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

অর্ধনগ্ন হয়ে মিটিংয়ে বস, শরীর ম্যাসাজ করছেন নারী

প্রকাশের সময় : ১০:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

শার্ট খুলে অর্ধনগ্ন অবস্থায় একটি মিটিংয়ে অংশ নেওয়ায় এয়ার এশিয়ার প্রধান নির্বাহীর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। টনি ফার্নান্দেজ নামে সেই কর্মকর্তা নিজেই তার এই ছবি পোস্ট করেছেন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইনে। ছবিতে দেখা যাচ্ছে, ল্যাপটপের সামনে অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন তিনি এবংতার শরীর ম্যাসাজ করছেন একজন নারী।

জানা গেছে, চেয়ারে বসে থাকা ব্যক্তিটি মালয়েশীয় এয়ারলাইন কোম্পানি এয়ারএশিয়ার প্রধান নির্বাহী (সিইও) টনি ফার্নান্দেস।

তার এভাবে খালি গায়ে সহকর্মীদের সঙ্গে মিটিং করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এয়ারএশিয়া সিইওর আচরণকে ‘অনুপযুক্ত’ বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি লিংকডইনে নিজেই ছবিটি শেয়ার করেছিলেন টনি। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, একটা চাপযুক্ত সপ্তাহ ছিল এবং ভেরানিটা ইয়োসেফাইন (ইন্দোনেশিয়া এয়ারএশিয়ার সিইও) আমাকে ম্যাসাজ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ইন্দোনেশিয়া এবং এয়ারএশিয়ার এই সংস্কৃতি ভালো লেগেছে যে, আমি ম্যানেজমেন্ট মিটিংয়ের মধ্যে ম্যাসাজও নিতে পারি।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার এই পোস্ট। সেখানে মন্তব্য করেন বহু মানুষ, যার বেশিরভাগই ছিল নেতিবাচক।

এক ব্যবহারকারী লিখেছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যিনি পুঁজিবাজারে নথিভুক্ত একটি কোম্পানির প্রধান নির্বাহী, তিনি খালি গায়ে ম্যাসাজ নিতে নিতে মিটিং করছেন। কোম্পানির প্রধান নির্বাহী, এই অংশটুকু বাদ দিলেও এমন আচরণ যথাযথ নয়।

আরেকজন লিখেছেন, আমি ধরে নিচ্ছি, দীর্ঘ কর্মদিবসের পরে ওই মিটিং হয়েছিল এবং অফিসের বেশিরভাগই খালি ছিল। কিন্তু তারপরও, অন্তত ছবি তোলার জন্য একটা শার্ট গায়ে দিয়ে নিতে পারতেন।

তৃতীয় এক ব্যক্তি বিশ্বাসই করতে পারছেন না, টনি ফার্নান্দেস নিজে এই পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আমার মনে হয় কেউ তার আইডি হ্যাক করে এটি লিখেছে।

চতুর্থ এক ব্যক্তি লিখেছেন, টনি যখন বললেন, এয়ার এশিয়ার সংস্কৃতি খোলামেলা, তখন বুঝতে পারিনি যে এতটা খোলামেলা হবে।