Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অর্থ আয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষ ধনী রোনালদো

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের পাঠ চুকিয়ে নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও ইউরোপ ছেড়ে নাম লেখান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার নাম লেখান সৌদি আরবের ক্লাব আল হিলালে। তিন সুপারস্টারের ইউরোপ ছেড়ে অপেক্ষাকৃত নিচু লিগে নাম লেখানোর মতো বড় পরিবর্তন এলেও বিশ্ব ফুটবলে আয়ের তালিকাটা যেন রয়ে গেছে আগের মতোই। এখনো এ তিনজনই আধিপত্য করছেন এ তালিকায়।

ফোর্বসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার রোনালদো। আয়ের তালিকায় তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমারকে।

শুধু ফুটবলার হিসেবে নয়, ক্রীড়াঙ্গনে সর্বাধিক আয় করা খেলোয়াড়ও রোনালদো। ২০২৩ সালে তার আয়ের পরিমাণ ২৬০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকা) আয় করেছেন সিআরসেভেন।

চলতি বছরের জানুয়ারিতে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। ফোর্বসের প্রতিবেদন অনুসারে, ক্লাবটির পক্ষ থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান নাইকি এবং জ্যাকবসের দেওয়া বার্ষিক ৬০ মিলিয়ন ডলারসহ সবমিলিয়ে তিনি ২০০ মিলিয়ন ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে।

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গত জুনে ইউরোপ ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান। এই মহাতারকার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। আমেরিকান সকার লিগে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তি খাতের জায়ান্ট অ্যাপল থেকে বড় অঙ্কের অর্থ লাভের দুয়ার খুলে গেছে এলএমটেনের।

তৃতীয় ধনী খেলোয়াড় ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। গত আগস্টে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন তিনি। যার মাধ্যমে লিগটির দলবদলের বাজারে বড় আলোড়ন তোলেন এই তারকা ফরোয়ার্ড। ফোর্বসের মতে, সেলেসাও তারকা নেইমারের বার্ষিক আয় ১১২ মিলিয়ন মার্কিন ডলার।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ফরাসি দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (১১০ মিলিয়ন) ও করিম বেনজেমা (১০৬ মিলিয়ন)। এরপরের স্থানে আছে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন)।

ফোর্বসের তালিকার শীর্ষ দশ ধনী ফুটবলার (মার্কিন ডলারের হিসাবে) :

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (২৬০ মিলিয়ন)

২. লিওনেল মেসি (২০০ মিলিয়ন)

৩. নেইমার জুনিয়র (১১২ মিলিয়ন)

৪. কিলিয়ান এমবাপ্পে (১১০ মিলিয়ন)

৫. করিম বেনজেমা (১০৬ মিলিয়ন)

৬. আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন)

৭. মোহামেদ সালাহ (৫৩ মিলিয়ন)

৮. সাদিও মানে (৫২ মিলিয়ন)

৯. কেভিন ডি ব্রুইনা (৩৯ মিলিয়ন)

১০. হ্যারি কেইন (৩৬ মিলিয়ন)

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

অর্থ আয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষ ধনী রোনালদো

প্রকাশের সময় : ০২:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের পাঠ চুকিয়ে নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও ইউরোপ ছেড়ে নাম লেখান যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার নাম লেখান সৌদি আরবের ক্লাব আল হিলালে। তিন সুপারস্টারের ইউরোপ ছেড়ে অপেক্ষাকৃত নিচু লিগে নাম লেখানোর মতো বড় পরিবর্তন এলেও বিশ্ব ফুটবলে আয়ের তালিকাটা যেন রয়ে গেছে আগের মতোই। এখনো এ তিনজনই আধিপত্য করছেন এ তালিকায়।

ফোর্বসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার রোনালদো। আয়ের তালিকায় তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমারকে।

শুধু ফুটবলার হিসেবে নয়, ক্রীড়াঙ্গনে সর্বাধিক আয় করা খেলোয়াড়ও রোনালদো। ২০২৩ সালে তার আয়ের পরিমাণ ২৬০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন হাজার কোটি টাকা) আয় করেছেন সিআরসেভেন।

চলতি বছরের জানুয়ারিতে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। ফোর্বসের প্রতিবেদন অনুসারে, ক্লাবটির পক্ষ থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান নাইকি এবং জ্যাকবসের দেওয়া বার্ষিক ৬০ মিলিয়ন ডলারসহ সবমিলিয়ে তিনি ২০০ মিলিয়ন ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে।

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গত জুনে ইউরোপ ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান। এই মহাতারকার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। আমেরিকান সকার লিগে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তি খাতের জায়ান্ট অ্যাপল থেকে বড় অঙ্কের অর্থ লাভের দুয়ার খুলে গেছে এলএমটেনের।

তৃতীয় ধনী খেলোয়াড় ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। গত আগস্টে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন তিনি। যার মাধ্যমে লিগটির দলবদলের বাজারে বড় আলোড়ন তোলেন এই তারকা ফরোয়ার্ড। ফোর্বসের মতে, সেলেসাও তারকা নেইমারের বার্ষিক আয় ১১২ মিলিয়ন মার্কিন ডলার।

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ফরাসি দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (১১০ মিলিয়ন) ও করিম বেনজেমা (১০৬ মিলিয়ন)। এরপরের স্থানে আছে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন)।

ফোর্বসের তালিকার শীর্ষ দশ ধনী ফুটবলার (মার্কিন ডলারের হিসাবে) :

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (২৬০ মিলিয়ন)

২. লিওনেল মেসি (২০০ মিলিয়ন)

৩. নেইমার জুনিয়র (১১২ মিলিয়ন)

৪. কিলিয়ান এমবাপ্পে (১১০ মিলিয়ন)

৫. করিম বেনজেমা (১০৬ মিলিয়ন)

৬. আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন)

৭. মোহামেদ সালাহ (৫৩ মিলিয়ন)

৮. সাদিও মানে (৫২ মিলিয়ন)

৯. কেভিন ডি ব্রুইনা (৩৯ মিলিয়ন)

১০. হ্যারি কেইন (৩৬ মিলিয়ন)