কুমিল্লা জেলা প্রতিনিধি :
অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) জন্য প্রকাশ্যে একটি অনুষ্ঠানে ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে বদলি করা হয়েছে নাঙ্গলকোট থানায়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়। ওসি মো. ফারুক হোসেন ২০২১ সালের ১৬ নভেম্বর নাঙ্গলকোট থানায় যোগদান করেন।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান স্বাক্ষরিত এক ‘অফিস আদেশে’ এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবারের অফিস আদেশ হলেও তা প্রকাশ্যে আসে শুক্রবার। শুক্রবার (১৮ আগস্ট) মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার।
ভিডিও ভাইরালের পর বদলি হওয়া ওই পুলিশ কর্মকর্তা মো. ফারুক হোসেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিযুক্ত ছিলেন।
ভাইরাল হওয়া ২৯ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে ওসি ফারুক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যে বলছিলেন, নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে, গণমানুষের নেতার মতো করে তাকে (কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন, এটি আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি। কারণ মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এত বেশি নাঙ্গলকোটে উন্নয়ন করেছেন! আগের ইতিহাস শুনি, নাঙ্গলকোটের অনেক জায়গায় রাস্তাঘাটও ছিল না। বিদ্যুৎ ছিল না। তিনি আসলেন, আপনাদের মন জয় করলেন। এবং আপনাদের উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। আপনাদের জন্যই সব করেছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের মঞ্চে ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।