করোনামুক্ত হলেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার দুপুরে মুম্বাই এর নানাবতি হাসপাতাল জানিয়ে দিল এই কথা। দিন দুয়েকের মধ্যে অমিতাভকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। সুস্থ হয়ে উঠেছেন অভিষেক বচ্চনও।
তাকেও বাবার সঙ্গেই হাসপাতাল থেকে ছাড়া হবে। অমিতাভ এর বাংলো জলসা থেকেও সুখবর এসেছে। পুত্রবধূ ঐশর্য এবং তার কন্যা আরাধ্যও করোনা মুক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার রিপোর্ট নেগেটিভ আসার পর অমিতাভ প্রথম টুইট করে অনুরাগীদের কৃতজ্ঞতা জানান।
যারা নানাবতী হাসপাতালের সামনে ভিড় জমাতেন তাদের কৃতজ্ঞতা জানান। উল্লেখযোগ্য, অমিতাভের আরোগ্য কামনায় সারা ভারত জুড়ে যজ্ঞ হয়েছে। হয়েছে উপাসনা।
অমিতাভ নিজেই টুইট করে তার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে নানাবতী হাসপাতালে ভর্তি হন। এরপর অভিষেকও অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হন।