Dhaka শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রী সীমানা মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ২৩৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা। কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। অবশেষে বেঁচে থাকার লড়াই শেষে হেরে গেলেন ৩৯ বছর বয়েসি অভিনেত্রী।

মঙ্গলবার (৪ জুন) ভোর ৬ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীমানা।

১৪ দিন আগে ২১ মে রাতে হঠাৎ সীমানা অসুস্থ হয়ে পড়েন। সেদিন রাতে তাঁকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর কয়েক দিন নিউরোসায়েন্সেস হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ মে এই হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শুরুর দিকে তাঁকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না-ফেরার দেশে।

গত কয়েকদিনে রাজধানীর বেশ কিছু হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করেছেন তার পরিবার এবং চিকিৎসকরা। প্রথমে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অজ্ঞান অবস্থাতেই চলে গেলেন সীমানা।

সীমানার দুই সন্তান। বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট, আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী।

সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন। কিন্তু হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি। পরে জানা যায়, মা হওয়ার জন্যই এই বিরতি।

প্রসঙ্গত, অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গেল বছর ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

বাণিজ্য মেলায় রপ্তানির আদেশ মিলল ২২৪ কোটি টাকার

অভিনেত্রী সীমানা মারা গেছেন

প্রকাশের সময় : ০১:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

বিনোদন ডেস্ক : 

বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা। কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। অবশেষে বেঁচে থাকার লড়াই শেষে হেরে গেলেন ৩৯ বছর বয়েসি অভিনেত্রী।

মঙ্গলবার (৪ জুন) ভোর ৬ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীমানা।

১৪ দিন আগে ২১ মে রাতে হঠাৎ সীমানা অসুস্থ হয়ে পড়েন। সেদিন রাতে তাঁকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর কয়েক দিন নিউরোসায়েন্সেস হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ মে এই হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত বুধবার বিকেল থেকে সীমানার চিকিৎসা চলছিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। শুরুর দিকে তাঁকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না-ফেরার দেশে।

গত কয়েকদিনে রাজধানীর বেশ কিছু হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করেছেন তার পরিবার এবং চিকিৎসকরা। প্রথমে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অজ্ঞান অবস্থাতেই চলে গেলেন সীমানা।

সীমানার দুই সন্তান। বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট, আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী।

সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন। কিন্তু হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি। পরে জানা যায়, মা হওয়ার জন্যই এই বিরতি।

প্রসঙ্গত, অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তার প্রথম সিনেমা। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারো কাজে ফেরেন এই অভিনেত্রী। গেল বছর ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার।