বিনোদন ডেস্ক :
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘উড়ান’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী কবিতা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে গুজরাটের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
কবিতার ঘনিষ্ঠ বন্ধু সুচিত্রা বর্মা জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত ছিলেন কবিতা। কেমোথেরাপিও চলছিল তার। অভিনেত্রীর বন্ধু বলেন, ‘তাকে হারিয়ে ভেঙে পড়েছি। ওর সঙ্গে আর দেখা হওয়ার সুযোগ রইল না। হঠাৎ যে ওর শারীরিক অবস্থার এত অবনতি হবে, জানতাম না।’
দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার শিক্ষার্থী ছিলেন কবিতা। অনুপম খের, সতীশ কৌশিক, অঙ্গদ দেশাই তার সহপাঠী ছিলেন। ১৯৮৯ সালে ‘উড়ান’ সিরিয়ালের মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় তার। সেই ধারাবাহিকে আইপিএসের কল্যাণী সিংহের চরিত্রে দেখা যায় কবিতাকে। তার দৃঢ় ও সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছিল।
কবিতার বন্ধু অঙ্গদ দেশাই বলেন, ‘আমি, কবিতা, অনুপম, সতীশ আমরা একসঙ্গে এনএসডিতে পড়তাম। ও যেমন ভালো মানুষ ছিল, তেমনই ভালো অভিনেত্রী। এটা শুধুই বন্ধু হারানো নয়, এটা ইন্ডাস্ট্রির ক্ষতি।’