বিনোদন ডেস্ক :
ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। অসুস্থতায় ভর্তি হয়েছেন হাসপাতালে। কিডনি জটিলতায় বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসা চলছে আইসিইউতে। কিন্তু এমন অবস্থাতেও পাশে নেই তাঁর পরিবার। বরং এই কঠিন সময়ে অভিনেত্রীর সহায় হয়ে উঠেছেন তাঁর গাড়ি চালক।
বাসন্তী চ্যাটার্জির এক ছেলে এক মেয়ে। সবাই যার যার সংসার নিয়েই ব্যস্ত। বাসন্তী চ্যাটার্জিও আলাদা বাড়িতে একাই বসবাস করেন। কয়েক মাস আগেও একবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেটাও করেছিলেন এ অভিনেত্রীর গাড়ি চালক। ছেলে-মেয়েরা একদিন দেখতে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালের বিল পরিশোধ করেন গাড়ি চালক মলয় চাকির।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম টিভি নাইনকে সাক্ষাৎকার দিয়েছেন মলয় চাকির। এ আলাপচারিতায় তিনি বলেন, ‘সরস্বতী পূজার আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জেঠি (বাসন্তী চ্যাটার্জি)। সেই বেসরকারি হাসপাতালে বিল হয়েছিল ২ লাখ রুপি। এই বিলটা আমি আমার বন্ধুবান্ধবদের কাছ থেকে ধার করে মিটিয়েছিলাম। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সেই অর্থ পরিশোধ করে দেন জেঠি।’
বাসন্তী চ্যাটার্জির ছেলে একদিন দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন। তা জানিয়ে মলয় চাকির বলেন, ‘প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার পর বাড়ি থেকে দেখা করতে এসেছিলেন মেয়ের জামাই। আরেক দিন এসেছিলেন ছেলে ও ছেলের বউ। ভিজিটিং আওয়ারে দেখা করেই ক্ষান্ত দেন তারা। মায়ের চিকিৎসার খরচাপাতি, হাসপাতালের বিল মেটানোর ব্যবস্থা নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি।’
গত ১৩ মার্চ ফের হাসপাতালে ভর্তি করানো হয় বাসন্তী চ্যাটার্জিকে। এবার দমদমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। গাড়ি চালক মলয় চাকির এ অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করান। এবারো আর্থিক সাহায্যের জন্য হাত বাড়াননি এ অভিনেত্রীর পরিবার। তবে এবার হাসপাতালে ভর্তি করানোর পর তাকে নিয়মিত দেখতে যাচ্ছেন মেয়ের জামাই-ছেলে-ছেলের বউ। কিন্তু চিকিৎসার খরচ নিয়ে কেউ-ই কোনো টুঁ-শব্দ করছেন না।
শারীরিক সমস্যার কারণে ৮৬ বছর বয়সী বাসন্তী চ্যাটার্জি এখন কাজ করতে পারেন না। ফলে তার গাড়ি চালক মলয়কে গাড়ি চালাতে বারণ করেছেন। এ বিষয়ে মলয় চাকির বলেন, ‘জেঠির তো রোজগার বন্ধ হয়ে গিয়েছে। বেতন দিতে পারছেন না। তাই নিজেই আমাকে বলেছেন, অন্য কোথাও কাজ নিতে। কিন্তু আমি মানুষটার কাছে ছুটে ছুটে যাই। ওই জলভরা চোখ আমাকে টানে। তার মধ্যে আমি মাতৃমূর্তিকে খুঁজে পেয়েছি।’
বাসন্তী চট্টোপাধ্যায়ের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মলয় চাকি জানিয়েছেন, বাসন্তী চট্টোপাধ্যায়ের শরীর মাঝে মধ্যেই ফুলে যায়। কিডনির জটিলতায় শরীরে পানি জমে যাচ্ছে। এ ছাড়া অন্যান্য রোগ তো আছেই।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এইসময় ডিজিটাল জানিয়েছে, অভিনেত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। বেশ কিছু সিনেমায়ও কাজ করেছেন। বর্তমানে স্টার জলসার ‘গীতা এলএলবি’ অভিনয় করছেন। ইতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনেতা সুপ্রিয় দত্ত ওরফে অগ্নিজিৎ মুখার্জির মায়ের চরিত্রে অভিনয় করছেন।