Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেত্রীকে বডি শেমিং করলেন সৃজিত!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের নববর্ষ এবং অতি উত্তম ছবির সাকসেস পার্টি। সেখানেই সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একফ্রেমে দেখা গেল সৌরসেনী মৈত্রকে। এআর সেখানেই প্রকাশ্যে অভিনেত্রীর বডি শেমিং করতে করতে দেখা যায় পরিচালককে। তবে সবটাই নিছক মজা করে। এদিন সৃজিত সৌরসেনীকে একটি বিশেষ সতর্কবার্তাও দেন।

অভিনেত্রীকে উদ্দেশ্য করে সৃজিত বলেন, হিরোইনকে বললাম শিগগিরই এই প্যাকাটি চেহারা থেকে একটু ঠিক হতে। আমি বলছি না পুট অন করতে হবে। শুনে সৌরসেনী বলে বসেন, সৃজিত দা আমি মোটা হতে পারব না। তবে আমায় চঐঅঞ হতে হবে। প্রিটি হট অ্যান্ড টেম্পটিং।

সৌরসেনীর কথা সৃজিত মোটেই পাত্তা না দিয়ে বলেন, কী যে এসব বলে বুঝি না। ওকে মোটা হতে হবে না। স্বাস্থ্যবান হতে হবে। সঠিক শেপে আসতে হবে। আর সেটা করার জন্য হাতে দুই মাস সময় আছে নায়িকাকে বলে দিয়েছি, রেডি হও।’

তবে কথাগুলো বডিশেমিংয়ের মতো মনে হলেও মজার করার উদ্দেশ্যেই বলেছেন পরিচালক।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। এখানে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র থাকবেন। অর্থাৎ টোটা থাকবেন ফেলুদার চরিত্রে, অনির্বাণ হবেন জটায়ু। এবং কল্পন হবেন তোপসে। কাশ্মীরেই হয়েছে এই সিরিজের শ্যুটিং। এছাড়া খাদান ছবিটির পরথম শিডিউল শেষ হয়েছে, সেই ছবি আসবে পুজোয়। অন্যদিকে সৌরসেনী মৈত্রকে দেখা যাবে রাজ চক্রবর্তীর বাবলি ছবিটিতে। সেখানে প্রধান ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

অভিনেত্রীকে বডি শেমিং করলেন সৃজিত!

প্রকাশের সময় : ০৮:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক : 

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের নববর্ষ এবং অতি উত্তম ছবির সাকসেস পার্টি। সেখানেই সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একফ্রেমে দেখা গেল সৌরসেনী মৈত্রকে। এআর সেখানেই প্রকাশ্যে অভিনেত্রীর বডি শেমিং করতে করতে দেখা যায় পরিচালককে। তবে সবটাই নিছক মজা করে। এদিন সৃজিত সৌরসেনীকে একটি বিশেষ সতর্কবার্তাও দেন।

অভিনেত্রীকে উদ্দেশ্য করে সৃজিত বলেন, হিরোইনকে বললাম শিগগিরই এই প্যাকাটি চেহারা থেকে একটু ঠিক হতে। আমি বলছি না পুট অন করতে হবে। শুনে সৌরসেনী বলে বসেন, সৃজিত দা আমি মোটা হতে পারব না। তবে আমায় চঐঅঞ হতে হবে। প্রিটি হট অ্যান্ড টেম্পটিং।

সৌরসেনীর কথা সৃজিত মোটেই পাত্তা না দিয়ে বলেন, কী যে এসব বলে বুঝি না। ওকে মোটা হতে হবে না। স্বাস্থ্যবান হতে হবে। সঠিক শেপে আসতে হবে। আর সেটা করার জন্য হাতে দুই মাস সময় আছে নায়িকাকে বলে দিয়েছি, রেডি হও।’

তবে কথাগুলো বডিশেমিংয়ের মতো মনে হলেও মজার করার উদ্দেশ্যেই বলেছেন পরিচালক।

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। এখানে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী এবং কল্পন মিত্র থাকবেন। অর্থাৎ টোটা থাকবেন ফেলুদার চরিত্রে, অনির্বাণ হবেন জটায়ু। এবং কল্পন হবেন তোপসে। কাশ্মীরেই হয়েছে এই সিরিজের শ্যুটিং। এছাড়া খাদান ছবিটির পরথম শিডিউল শেষ হয়েছে, সেই ছবি আসবে পুজোয়। অন্যদিকে সৌরসেনী মৈত্রকে দেখা যাবে রাজ চক্রবর্তীর বাবলি ছবিটিতে। সেখানে প্রধান ভূমিকায় থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়।