Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অভিনয় ছেড়ে ফুড ডেলিভারির ব্যবসায় সুনীল শেঠি!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সুঠামদেহী হিসেবে আলাদা খ্যাতি আছে সুনীল শেঠির। অনেকে তাকে বলিউডের শোয়ার্জনেগার বলে থাকেন। নায়ক-খলনায়ক দুই রূপেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে আজকাল আর অভিনয়ে দেখা যায় না তাকে। শোনা যাচ্ছে, অভিনয় ছাড়ছেন এ অভিনেতা।

খাবারের ব্যবসায় নেমেছেন সুনীল। দিন কয়েক আগে নতুন এক ফুড ডেলিভারি অ্যাপ লঞ্চ করলেন। নাম রেখেছেন ‘বায়ু’। অ্যাপটির প্রতিষ্ঠাতা অনিরুদ্ধ কোটগিরে ও মন্দার ল্যান্ডে। সুনীল এই অ্যাপের প্রচার দূত এবং অন্যতম বিনিয়োগকারী।

এই অ্যাপের তরফে জানানো হয়েছে, এখানে জিরো কমিশনের সুবিধা থাকবে, যার ফলে এর লাভ সোজাসুজি পাবেন গ্রাহকরা। এটি ফুড ইন্ডাস্ট্রির প্রথম অ্যাপ যারা জিরো কমিশনের ভিত্তিতে ব্যবসা করবে।

বর্তমানে এরা মুম্বাই শহরে কাজ করছে। পরে সরকারি প্ল্যাটফর্ম ‘ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স’-এর মাধ্যমে এই অ্যাপ অন্যান্য শহরে আনার পরিকল্পনা রয়েছে। তবে এটাই সুনীলের প্রথম ব্যবসা নয়। খেলার জগতের সঙ্গে যুক্ত তিনি। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু ব্যবসা রয়েছে অভিনেতার।

এদিকে সুনীল নতুন ব্যবসায় নামছেন শুনেই গুঞ্জন উঠেছে অভিনয় ছেড়েই দিচ্ছেন সুনীল। তবে এ বিষয়ে অভিনেতা কোনো মন্তব্য করেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

অভিনয় ছেড়ে ফুড ডেলিভারির ব্যবসায় সুনীল শেঠি!

প্রকাশের সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

সুঠামদেহী হিসেবে আলাদা খ্যাতি আছে সুনীল শেঠির। অনেকে তাকে বলিউডের শোয়ার্জনেগার বলে থাকেন। নায়ক-খলনায়ক দুই রূপেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে আজকাল আর অভিনয়ে দেখা যায় না তাকে। শোনা যাচ্ছে, অভিনয় ছাড়ছেন এ অভিনেতা।

খাবারের ব্যবসায় নেমেছেন সুনীল। দিন কয়েক আগে নতুন এক ফুড ডেলিভারি অ্যাপ লঞ্চ করলেন। নাম রেখেছেন ‘বায়ু’। অ্যাপটির প্রতিষ্ঠাতা অনিরুদ্ধ কোটগিরে ও মন্দার ল্যান্ডে। সুনীল এই অ্যাপের প্রচার দূত এবং অন্যতম বিনিয়োগকারী।

এই অ্যাপের তরফে জানানো হয়েছে, এখানে জিরো কমিশনের সুবিধা থাকবে, যার ফলে এর লাভ সোজাসুজি পাবেন গ্রাহকরা। এটি ফুড ইন্ডাস্ট্রির প্রথম অ্যাপ যারা জিরো কমিশনের ভিত্তিতে ব্যবসা করবে।

বর্তমানে এরা মুম্বাই শহরে কাজ করছে। পরে সরকারি প্ল্যাটফর্ম ‘ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স’-এর মাধ্যমে এই অ্যাপ অন্যান্য শহরে আনার পরিকল্পনা রয়েছে। তবে এটাই সুনীলের প্রথম ব্যবসা নয়। খেলার জগতের সঙ্গে যুক্ত তিনি। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু ব্যবসা রয়েছে অভিনেতার।

এদিকে সুনীল নতুন ব্যবসায় নামছেন শুনেই গুঞ্জন উঠেছে অভিনয় ছেড়েই দিচ্ছেন সুনীল। তবে এ বিষয়ে অভিনেতা কোনো মন্তব্য করেননি।