Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবাক কাণ্ড: মৌচাক যখন মানুষের হাতে

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ১৮৯ জন দেখেছেন

সংগৃহীত ছবি

মৌমাছি দেখলেই মানুষ ভয় পায়। জীবনে যারা মৌমাছির হুলের আঘাত খেয়েছেন তারা বোঝেন এর কি জ্বালা। সে কারণেই মৌমাছি থেকে অনেকেই দূরে থাকতে চায়। কারণ এটি হুল ফোটাতে পারে।

মৌচাকের জন্য প্রয়োজন রানী মৌমাছির। তাই রানী মৌমাছিকে মুঠোর মধ্যে রেখে হাতেই আস্ত মৌচাক বানিয়ে ফেলেছে এক তরুণ। এমন মৌচাক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ডমিনিকান রিপাবলিকানের এক যুবকের হাত মৌমাছি দ্বারা আবৃত। তার বাম হাতজুড়ে অসংখ্য মৌমাছি বসে রয়েছে।

ওই যুবক বলেন যে, এসব মৌমাছি তাকে হুল ফোটাবে না। কারণ তার মুঠির মধ্যে রানী মৌমাছি রয়েছে। রানী মৌমাছির কারণে এসব সাধারণ মৌমাছি ভিড় জমিয়েছে। ওই যুবক জানান, হাত থেকে তিনি রানী মৌমাছিকে বাক্সে রাখেন।

ওই যুবকের কাছে জানতে চাওয়া হয় যে মৌমাছি তাকে কামড়াবে কি না। জবাবে ওই যুবক বলেন, তারা তার মালিককে চেনে।

খবর ডেইলি মেইল

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

অবাক কাণ্ড: মৌচাক যখন মানুষের হাতে

প্রকাশের সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

মৌমাছি দেখলেই মানুষ ভয় পায়। জীবনে যারা মৌমাছির হুলের আঘাত খেয়েছেন তারা বোঝেন এর কি জ্বালা। সে কারণেই মৌমাছি থেকে অনেকেই দূরে থাকতে চায়। কারণ এটি হুল ফোটাতে পারে।

মৌচাকের জন্য প্রয়োজন রানী মৌমাছির। তাই রানী মৌমাছিকে মুঠোর মধ্যে রেখে হাতেই আস্ত মৌচাক বানিয়ে ফেলেছে এক তরুণ। এমন মৌচাক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ডমিনিকান রিপাবলিকানের এক যুবকের হাত মৌমাছি দ্বারা আবৃত। তার বাম হাতজুড়ে অসংখ্য মৌমাছি বসে রয়েছে।

ওই যুবক বলেন যে, এসব মৌমাছি তাকে হুল ফোটাবে না। কারণ তার মুঠির মধ্যে রানী মৌমাছি রয়েছে। রানী মৌমাছির কারণে এসব সাধারণ মৌমাছি ভিড় জমিয়েছে। ওই যুবক জানান, হাত থেকে তিনি রানী মৌমাছিকে বাক্সে রাখেন।

ওই যুবকের কাছে জানতে চাওয়া হয় যে মৌমাছি তাকে কামড়াবে কি না। জবাবে ওই যুবক বলেন, তারা তার মালিককে চেনে।

খবর ডেইলি মেইল