Dhaka বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিলেন ইমাদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

গেল বছরের নভেম্বরে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে দুই মাস না পেরোতেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই পাক অলরাউন্ডার। তবে কিছু শর্ত জুড়ে দিয়েছেন ইমাদ।

সম্প্রতি পাকিস্তানের স্থানীয় স্পোর্টস ওয়েটসাইটের সঙ্গে কথা বলেছেন ইমাদ। সেখানে বলেছেন, ‘হ্যাঁ, আসলে কখন কী হয় কেউ তো বলতে পারে না। তবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা সম্পূর্ণ ভেবে-চিন্তে নিয়েছিলাম। শেষ কথা হচ্ছে এটা আমার সিদ্ধান্ত। কিন্তু এটা তো বলা যায় না কখন আমাকে পাকিস্তানের প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে তখন তো এটা নিয়ে ভাবতে হবে।’

দলে ফেরার ইঙ্গিত দিলেও নিজের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা চান তিনি। সেটার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ‘আমি মূলত যেটা চাই সেটা হচ্ছে একটা স্পষ্টতা। আমাকে দায়িত্ব দেওয়া হোক; তার মানে এই নয় অধিনায়কত্ব। সেটা সিনিয়র খেলোয়াড় হিসেবে হতে পারে। যাতে আমি কিংবা সিনিয়র খেলোয়াড়রা যেভাবে চায়, সেভাবেই যেন দলকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘মোট কথা হচ্ছে আমি চাই পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, সঠিক সমন্বয় আর সঠিক ধরনের ক্রিকেট খেলুক। এটাই আমার চাওয়া।’

৩৫ বছর বয়সী নিজের অবসর সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন। তিনি মনে করেন, তার এমন সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। আর খেলোয়াড়রা অনেক সময় এমন অবস্থার মধ্য দিয়ে যায় যখন তারা মানসিকভাবে সঠিক পর্যায়ে থাকে না, অবসর নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল না। আর মানসিকভাবে সঠিক জায়গায় না থাকাটাও দোষের কিছু না। তাই ওই সিদ্ধান্ত নেওয়ার পরও আমি খুশি। এখন তো বিশ্ব জুড়ে ক্রিকেট খেলছি। আগেও এভাবে খেলেছি। তবে আশা করছি সামনে হয়তো ভালো কিছু হবে।

গেল বছরের নভেম্বরে সামজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় অবসরের ঘোষণা দিয়ে ইমাদ বলেছিলেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’

পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ খেলা ইমাদ এখন আইএল টি-টোয়েন্টিতে খেলছেন। সেখানে তার দল আবুধাবি নাইট রাইডার্স। এই মৌসুমে ৬ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সোনার দাম আরো বাড়ল

অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিলেন ইমাদ

প্রকাশের সময় : ০৬:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

গেল বছরের নভেম্বরে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে দুই মাস না পেরোতেই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই পাক অলরাউন্ডার। তবে কিছু শর্ত জুড়ে দিয়েছেন ইমাদ।

সম্প্রতি পাকিস্তানের স্থানীয় স্পোর্টস ওয়েটসাইটের সঙ্গে কথা বলেছেন ইমাদ। সেখানে বলেছেন, ‘হ্যাঁ, আসলে কখন কী হয় কেউ তো বলতে পারে না। তবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা সম্পূর্ণ ভেবে-চিন্তে নিয়েছিলাম। শেষ কথা হচ্ছে এটা আমার সিদ্ধান্ত। কিন্তু এটা তো বলা যায় না কখন আমাকে পাকিস্তানের প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে তখন তো এটা নিয়ে ভাবতে হবে।’

দলে ফেরার ইঙ্গিত দিলেও নিজের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা চান তিনি। সেটার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ‘আমি মূলত যেটা চাই সেটা হচ্ছে একটা স্পষ্টতা। আমাকে দায়িত্ব দেওয়া হোক; তার মানে এই নয় অধিনায়কত্ব। সেটা সিনিয়র খেলোয়াড় হিসেবে হতে পারে। যাতে আমি কিংবা সিনিয়র খেলোয়াড়রা যেভাবে চায়, সেভাবেই যেন দলকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘মোট কথা হচ্ছে আমি চাই পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, সঠিক সমন্বয় আর সঠিক ধরনের ক্রিকেট খেলুক। এটাই আমার চাওয়া।’

৩৫ বছর বয়সী নিজের অবসর সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন। তিনি মনে করেন, তার এমন সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। আর খেলোয়াড়রা অনেক সময় এমন অবস্থার মধ্য দিয়ে যায় যখন তারা মানসিকভাবে সঠিক পর্যায়ে থাকে না, অবসর নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল না। আর মানসিকভাবে সঠিক জায়গায় না থাকাটাও দোষের কিছু না। তাই ওই সিদ্ধান্ত নেওয়ার পরও আমি খুশি। এখন তো বিশ্ব জুড়ে ক্রিকেট খেলছি। আগেও এভাবে খেলেছি। তবে আশা করছি সামনে হয়তো ভালো কিছু হবে।

গেল বছরের নভেম্বরে সামজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় অবসরের ঘোষণা দিয়ে ইমাদ বলেছিলেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’

পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ খেলা ইমাদ এখন আইএল টি-টোয়েন্টিতে খেলছেন। সেখানে তার দল আবুধাবি নাইট রাইডার্স। এই মৌসুমে ৬ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।