স্পোর্টস ডেস্ক :
সর্বশেষ বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে কাতার বিশ্বকাপ জয় আর্জেন্টাইনদের অনেক কিছুই বদলে দিয়েছে। তেমনি বদলে দিয়েছিল আনহেল দি মারিয়ার সিদ্ধান্তও। আর্জেন্টাইন এই উইঙ্গার বিশ্বকাপ শেষে জানিয়েছিলেন আর্জেন্টাইন তিন তারকাখচিত জার্সিতে আরও কিছুদিন খেলতে চান। তবে এই কিছুদিনেরও তো শেষ আছে!
দি মারিয়া আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ২০২৪ কোপা আমেরিকায়। এই টুর্নামেন্ট শেষে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন দি মারিয়া, জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।
২০২২ কাতার বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন দি মারিয়া। ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতানো দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আসরের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি গোলও করেছিলেন সাবেক এই পিএসজি ও জুভেন্টাস তারকা। পুরো ১২০ মিনিট মাঠে থেকে আক্রমণভাবে রেখেছিলেন দুর্দান্ত অবদান।
আর্জেন্টিনার সর্বশেষ তিন আন্তর্জাতিক শিরোপা নিশ্চিতের ম্যাচেই গোল করেছেন দি মারিয়া। বিশ্বকাপের আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। এরপর ২০২২ ফাইনালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচেও জালের খোঁজ পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তির মতে, লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও মারিও কেম্পেসের সঙ্গে তুলনীয় দি মারিয়া।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেও মাঠে ছিলেন দি মারিয়া। ৮৯ মিনিটে লিওনেল মেসি মাঠ ছাড়ার সময় অধিনায়কত্বের আর্মব্যান্ডটা দি মারিয়ার হাতেই পরিয়ে দিয়েছিলেন। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেললেও দি মারিয়া ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন না। দি মারিয়ার বন্ধু আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়েও আছে ধোঁয়াশা।
২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় দি মারিয়ার। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৯টি। করিয়েছেন ২৭টি। তবে এসবের জন্য নয়, আর্জেন্টাইনরা দি মারিয়াকে মনে রাখবে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়ার জন্য।
২০০৮ অলিম্পিকে দি মারিয়ার গোলেই স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। এক যুগের বেশি সময় পর তাঁর গোলেই মেসিরা পান কোপা আমেরিকার শিরোপাও। এমনকি গত বছরের জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেছিলেন। আর সর্বশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এমন একজনকে কি সহজে ভুলতে পারবেন আর্জেন্টাইনরা? বোধ হয় না!