Dhaka রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীলংকা। বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। তবে সিরিজের আগের দিন কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা।

যে দলে রাখা হয়েছে কামিন্দু মেন্ডিস ও লাহিরু কুমারাকে। তবে টি-২০ সিরিজে পেস বোলিং দিয়ে রহস্য ধরিয়ে দেওয়া নুয়ান তুষারা নেই ওয়ানডে দলে।

ইনজুরির কারণে টি-২০ সিরিজের দলে ছিলেন না ইনফর্ম ওপেনার পাথুন নিশাঙ্কা। ওয়ানডে সিরিজে ফিরেছেন তিনি। তবে ইনজুরির কারণে বাইরেই আছেন পেসার দুশমন্ত চামিরা। অফ স্পিন অলরাউন্ডার সাহান আরাচিগে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলায় জাতীয় দলে ঢুকেছেন। টেস্ট ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা ওয়ানডে দলের বাইরে আছেন।

শ্রীলঙ্কা সর্বশেষ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভালো খেলতে পারেনি। পয়েন্ট টেবিলে নিচে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হারিয়েছে তারা। তবে বিশ্বকাপের পরে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে লঙ্কানরা। অন্যদিকে নিউজিল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ অনুশীলন করেছে। দুপুরে অনুশীলনে আসে শ্রীলঙ্কা। ড্রেসিংরুম প্রান্তের নেটে দলটির ব্যাটারদের নিয়ে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে যোগ দেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়- আপনাদের স্কোয়াড এখনও ঘোষণা না হওয়ার কারণ কী? উত্তরে হেসে তিনি জানান, ‘সত্যি বলতে আমার কোনও ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।’

বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৫ ও ১৮ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। অন্যদিকে শেষ ম্যাচটি মাঠে গড়াবে সকাল দশটায়।

শ্রীলঙ্কা স্কোয়াড:

কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, মাহিশ ঠিকশানা, দিলশান মাদুশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, সাহান আরাচচিগে, চামিকা করুণারন্তে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর

অবশেষে স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

প্রকাশের সময় : ০৮:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে শ্রীলংকা। বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। তবে সিরিজের আগের দিন কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা।

যে দলে রাখা হয়েছে কামিন্দু মেন্ডিস ও লাহিরু কুমারাকে। তবে টি-২০ সিরিজে পেস বোলিং দিয়ে রহস্য ধরিয়ে দেওয়া নুয়ান তুষারা নেই ওয়ানডে দলে।

ইনজুরির কারণে টি-২০ সিরিজের দলে ছিলেন না ইনফর্ম ওপেনার পাথুন নিশাঙ্কা। ওয়ানডে সিরিজে ফিরেছেন তিনি। তবে ইনজুরির কারণে বাইরেই আছেন পেসার দুশমন্ত চামিরা। অফ স্পিন অলরাউন্ডার সাহান আরাচিগে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলায় জাতীয় দলে ঢুকেছেন। টেস্ট ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা ওয়ানডে দলের বাইরে আছেন।

শ্রীলঙ্কা সর্বশেষ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভালো খেলতে পারেনি। পয়েন্ট টেবিলে নিচে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হারিয়েছে তারা। তবে বিশ্বকাপের পরে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে লঙ্কানরা। অন্যদিকে নিউজিল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ অনুশীলন করেছে। দুপুরে অনুশীলনে আসে শ্রীলঙ্কা। ড্রেসিংরুম প্রান্তের নেটে দলটির ব্যাটারদের নিয়ে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে যোগ দেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয়- আপনাদের স্কোয়াড এখনও ঘোষণা না হওয়ার কারণ কী? উত্তরে হেসে তিনি জানান, ‘সত্যি বলতে আমার কোনও ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।’

বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৫ ও ১৮ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। অন্যদিকে শেষ ম্যাচটি মাঠে গড়াবে সকাল দশটায়।

শ্রীলঙ্কা স্কোয়াড:

কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, মাহিশ ঠিকশানা, দিলশান মাদুশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, সাহান আরাচচিগে, চামিকা করুণারন্তে।