Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে মুক্তি পাচ্ছে ‘যন্ত্রণা’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

গত ২৭ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল নির্মাতা আরিফুর জামান আরিফ পরিচালিত চিত্রনায়ক আদর আজাদের ‘যন্ত্রণা’। মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে ছবির গান, পোস্টার, ট্রেলারও প্রকাশ করা হয়। কিন্তু তখন দেশজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’র সিনেমার সম্মানে পিছিয়ে দেওয়া হয় ‘যন্ত্রণার’র মুক্তি। এবার নির্মাতা আরিফ জানিয়েছেন, আগামী ১০ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে আসছে।

রোববার (৫ নভেম্বর) এমনটাই জানালেন নির্মাতা আরিফুর জামান আরিফ।

নিজের প্রথম ছবি নিয়ে আশাবাদী এই পরিচালক। বললেন, প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।

সিনেমাটি নিয়ে নায়ক আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।

এদিকে মুক্তির নিরিখে ‘যন্ত্রণা’ হতে যাচ্ছে মানসী প্রকৃতির চতুর্থ সিনেমা। তার ভাষ্য, ‘সিনেমাটির গল্প ও চরিত্র ভালো। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। তারপরও ভালোর তো আর শেষ নেই। তবে দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায়, এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে।’

ছবিটি প্রযোজনা করেছে স্মার্ট মাল্টিমিডিয়া। এর আবহ সংগীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ইমন সাহা। সিনেমাটিতে আদর ছাড়াও প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেত্রী সায়মা স্মৃতি ও মানসী প্রকৃতি। এছাড়াও অভিনয় করেছেন–শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

অবশেষে মুক্তি পাচ্ছে ‘যন্ত্রণা’

প্রকাশের সময় : ০৩:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

গত ২৭ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল নির্মাতা আরিফুর জামান আরিফ পরিচালিত চিত্রনায়ক আদর আজাদের ‘যন্ত্রণা’। মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে ছবির গান, পোস্টার, ট্রেলারও প্রকাশ করা হয়। কিন্তু তখন দেশজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’র সিনেমার সম্মানে পিছিয়ে দেওয়া হয় ‘যন্ত্রণার’র মুক্তি। এবার নির্মাতা আরিফ জানিয়েছেন, আগামী ১০ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে আসছে।

রোববার (৫ নভেম্বর) এমনটাই জানালেন নির্মাতা আরিফুর জামান আরিফ।

নিজের প্রথম ছবি নিয়ে আশাবাদী এই পরিচালক। বললেন, প্রথমবার সিনেমা পরিচালনা করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। আশা করি, ‘যন্ত্রণা’ সবার ভালো লাগবে। সবাই হলে এসে সিনেমাটি উপভোগ করবেন।

সিনেমাটি নিয়ে নায়ক আদর আজাদ বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার আমরা একসঙ্গে কাজ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।

এদিকে মুক্তির নিরিখে ‘যন্ত্রণা’ হতে যাচ্ছে মানসী প্রকৃতির চতুর্থ সিনেমা। তার ভাষ্য, ‘সিনেমাটির গল্প ও চরিত্র ভালো। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। তারপরও ভালোর তো আর শেষ নেই। তবে দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায়, এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে।’

ছবিটি প্রযোজনা করেছে স্মার্ট মাল্টিমিডিয়া। এর আবহ সংগীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ইমন সাহা। সিনেমাটিতে আদর ছাড়াও প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন অভিনেত্রী সায়মা স্মৃতি ও মানসী প্রকৃতি। এছাড়াও অভিনয় করেছেন–শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।