Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে নেপালের এয়ারপোর্টে জামালরা, ফিরছেন দেশে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। জামাল ভূঁইয়ারা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে।

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের ঘটনায় দেশটিতে কয়েকদিনের জন্য স্থগিত ছিল বিমান চলাচল। গত ৯ সেপ্টেম্বর দুপুর থেকে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত ত্রিভুবন বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ দল কাঠমান্ডুতে আটকে পড়ে। ফলে নির্ধারিত সময়েই দেশে ফেরা সম্ভব হয়নি।

তবে ফ্লাইট চলাচল পুনরায় চালু হওয়ার পরই দ্রুত পদক্ষেপ নেয় বাফুফে। নেপালে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় আজই (বৃহস্পতিবার) বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

শুধু ফুটবলাররাই নয়, বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।

এর আগে, বাংলাদেশ দল দুই ম্যাচের একটি ফুটবল সিরিজ খেলতে নেপাল গিয়েছিল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ৫ সেপ্টেম্বর। তবে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল ৯ সেপ্টেম্বর। কিন্তু ঠিক তার আগেই দেশটিতে ছাত্র-জনতার গণআন্দোলন শুরু হয়, যার প্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত হয়ে যায় সব ধরনের ফ্লাইট। ফলে ম্যাচটি বাতিল হয় এবং ওইদিনই দেশে ফেরার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়ন হয়নি।

এই দুই দিন পুরো দল হোটেলেই অবস্থান করতে বাধ্য হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ দেশে ফিরছে দলটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

অবশেষে নেপালের এয়ারপোর্টে জামালরা, ফিরছেন দেশে

প্রকাশের সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। জামাল ভূঁইয়ারা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে।

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কয়েকজন কর্মকর্তাও বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের ঘটনায় দেশটিতে কয়েকদিনের জন্য স্থগিত ছিল বিমান চলাচল। গত ৯ সেপ্টেম্বর দুপুর থেকে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত ত্রিভুবন বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ দল কাঠমান্ডুতে আটকে পড়ে। ফলে নির্ধারিত সময়েই দেশে ফেরা সম্ভব হয়নি।

তবে ফ্লাইট চলাচল পুনরায় চালু হওয়ার পরই দ্রুত পদক্ষেপ নেয় বাফুফে। নেপালে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় আজই (বৃহস্পতিবার) বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

শুধু ফুটবলাররাই নয়, বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।

এর আগে, বাংলাদেশ দল দুই ম্যাচের একটি ফুটবল সিরিজ খেলতে নেপাল গিয়েছিল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ৫ সেপ্টেম্বর। তবে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল ৯ সেপ্টেম্বর। কিন্তু ঠিক তার আগেই দেশটিতে ছাত্র-জনতার গণআন্দোলন শুরু হয়, যার প্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর থেকে স্থগিত হয়ে যায় সব ধরনের ফ্লাইট। ফলে ম্যাচটি বাতিল হয় এবং ওইদিনই দেশে ফেরার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়ন হয়নি।

এই দুই দিন পুরো দল হোটেলেই অবস্থান করতে বাধ্য হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ দেশে ফিরছে দলটি।