Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে ডিপিএলে দল পেলেন লিটন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ২০৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দর কষাকষিতে ঐকমত্যে যেতে না পারায় শনিবার (১ মার্চ) পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগে দল পাননি লিটন দাস। অবশেষে অনিশ্চয়তার দোলাচাল থেকে মুক্ত হলেন তিনি। প্রিমিয়ার লিগ শুরুর ২৪ ঘন্টারও কম সময় আগে লিটনকে দলে টানলেন তামিম ইকবাল।

প্রিমিয়ার ক্রিকেটে তামিম ইকবালের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবে খেলবেন লিটন। রোববার (২ মার্চ) বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন তামিম নিজেই।

তামিম বলেন, ‘লিটন দাস দল পেয়েছে, গুলশানে (ক্রিকেট ক্লাব) সে খেলবে।’

গুলশানে ক্লাব বেশিরভাগই তরুণ ক্রিকেটার। লিটনের অন্তর্ভুক্তিতে এই ক্লাবের তরুণরা উপকৃত হবে বলে মনে করেন তামিম, ‘আমার কাছে একটা সুযোগ ছিল, বিষয়টি নিয়ে আমি মিজান ভাইয়ের সঙ্গেও আলাপ করেছি। ওই সুযোগটা ছিল বলে লিটনকে সুযোগ দিতে পেরেছি। তাকে পাওয়া গুলশানের মতো ক্লাবের জন্য দারুণ ব্যাপার। গুলশানে অনেক তরুণ ক্রিকেটার আছে, ওর (লিটন) গাইডে তরুণ ক্রিকেটার অনেক বেশি উপকৃত হবে।’

দুই দিনে ১৬৫ জন ক্রিকেটার দল বদল করেছেন। সেই তালিকাতে মোস্তাফিজের নাম দেখা যায়নি। লিটন-মোস্তাফিজরা যেমন তাদের প্রত্যাশিত টাকা পাচ্ছেন না, অন্য অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই সেটা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক গতবারের চেয়ে অর্ধেক বা তারও বেশি কমে গেছে। তারপরও কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটার নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন।

এমন সমীকরণে পড়ে গেছেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারকে নিয়ে বলতে গিয়ে বাস্তবতা তুলে ধরলেন তামিম, ‘মোস্তাফিজেরটা আমি জানি না। যদি সত্যিই সেটি হয়, তাহলে বলতে হবে খুবই দুর্ভাগ্যজনক। দু’জনই তারকা ক্রিকেটার, এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত। প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের মেরদণ্ড। অবশ্যই তাদের এখানে খেলার সুযোগ পাওয়া উচিত। এখানে অনেক বড় বড় ক্লাব আছে, কেউ না কেউ তো তাদেরকে নিবে। তারা পারফর্ম করে, অবশ্যই ডিজার্ভ করে লিগে থাকার।’

তামিম আরও বলেছেন, ‘একটা কথা মনে রাখতে হবে সে (মোস্তাফিজ) দেশের অন্যতম সেরা ক্রিকেটার। প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ হবে না সেটি হতে পারে না। মোস্তাফিজও গত কয়েক বছর ধরে বাংলাদেশের সেরা পারফরমার। লিটনও তেমনই। আর আশা করবো মোস্তাফিজের জন্যও কেউ এগিয়ে আসবে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

অবশেষে ডিপিএলে দল পেলেন লিটন

প্রকাশের সময় : ০৮:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

দর কষাকষিতে ঐকমত্যে যেতে না পারায় শনিবার (১ মার্চ) পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগে দল পাননি লিটন দাস। অবশেষে অনিশ্চয়তার দোলাচাল থেকে মুক্ত হলেন তিনি। প্রিমিয়ার লিগ শুরুর ২৪ ঘন্টারও কম সময় আগে লিটনকে দলে টানলেন তামিম ইকবাল।

প্রিমিয়ার ক্রিকেটে তামিম ইকবালের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবে খেলবেন লিটন। রোববার (২ মার্চ) বিকেলে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন তামিম নিজেই।

তামিম বলেন, ‘লিটন দাস দল পেয়েছে, গুলশানে (ক্রিকেট ক্লাব) সে খেলবে।’

গুলশানে ক্লাব বেশিরভাগই তরুণ ক্রিকেটার। লিটনের অন্তর্ভুক্তিতে এই ক্লাবের তরুণরা উপকৃত হবে বলে মনে করেন তামিম, ‘আমার কাছে একটা সুযোগ ছিল, বিষয়টি নিয়ে আমি মিজান ভাইয়ের সঙ্গেও আলাপ করেছি। ওই সুযোগটা ছিল বলে লিটনকে সুযোগ দিতে পেরেছি। তাকে পাওয়া গুলশানের মতো ক্লাবের জন্য দারুণ ব্যাপার। গুলশানে অনেক তরুণ ক্রিকেটার আছে, ওর (লিটন) গাইডে তরুণ ক্রিকেটার অনেক বেশি উপকৃত হবে।’

দুই দিনে ১৬৫ জন ক্রিকেটার দল বদল করেছেন। সেই তালিকাতে মোস্তাফিজের নাম দেখা যায়নি। লিটন-মোস্তাফিজরা যেমন তাদের প্রত্যাশিত টাকা পাচ্ছেন না, অন্য অনেক খেলোয়াড়ের ক্ষেত্রেই সেটা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক গতবারের চেয়ে অর্ধেক বা তারও বেশি কমে গেছে। তারপরও কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটার নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন।

এমন সমীকরণে পড়ে গেছেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারকে নিয়ে বলতে গিয়ে বাস্তবতা তুলে ধরলেন তামিম, ‘মোস্তাফিজেরটা আমি জানি না। যদি সত্যিই সেটি হয়, তাহলে বলতে হবে খুবই দুর্ভাগ্যজনক। দু’জনই তারকা ক্রিকেটার, এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত। প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের মেরদণ্ড। অবশ্যই তাদের এখানে খেলার সুযোগ পাওয়া উচিত। এখানে অনেক বড় বড় ক্লাব আছে, কেউ না কেউ তো তাদেরকে নিবে। তারা পারফর্ম করে, অবশ্যই ডিজার্ভ করে লিগে থাকার।’

তামিম আরও বলেছেন, ‘একটা কথা মনে রাখতে হবে সে (মোস্তাফিজ) দেশের অন্যতম সেরা ক্রিকেটার। প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ হবে না সেটি হতে পারে না। মোস্তাফিজও গত কয়েক বছর ধরে বাংলাদেশের সেরা পারফরমার। লিটনও তেমনই। আর আশা করবো মোস্তাফিজের জন্যও কেউ এগিয়ে আসবে।’