বিনোদন ডেস্ক :
মহান মুক্তিযুদ্ধে সফল গেরিলা বাহিনীদের যুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। গেল ক’দিন ধরে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। অভিনয়শিল্পীদের নাম নিয়েও চলছিল গুঞ্জন।
শোনা যাচ্ছিল, সাংগঠনিক দ্বন্দ্ব ভুলে এতে একসঙ্গে অভিনয় করবেন নিপুণ আক্তার ও জায়েদ খান। তবে নিপুণ একটি গণমাধ্যমকে জানান, জায়েদ এতে কাজ করলে তিনি কাজটি করবেন না। আর যখন এই অভিনেত্রী সিনেমায় চুক্তিবদ্ধ হন, তখন জানতেন না এতে জায়েদ খান আছেন। তাই দ্রুতই সাইনিং মানি ফেরত দেবেন নিপুণ।
অবশেষে জানা গেল, এই সিনেমায় থাকছেন নিপুণ আর নেই জায়েদ খান। বুধবার (২৭ ডিসেম্বর) এফডিসিতে এক সংবাদ সম্মেলনে ‘অপারেশন জ্যাকপট’র আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় অভিনয় শিল্পীদের নামও বলা হয়। ঘোষণায় নিপুণের নাম আসলেও জায়েদ খানের নাম বলা হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন আলোচিত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।
ঘোষণা অনুযায়ী, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় নৌ-বাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল, অমিত হাসান, জিয়াউল রোশান, মামনুন ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সাঞ্জু জন, শিপন মিত্র ও আমান রেজা।
‘অপারেশন জ্যাকপট’র সহ প্রযোজনা প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, ‘সিনেমাটি তৈরি হবে বড় আয়োজনে। অভিনয় করবেন ৮০ জনের মতো শিল্পী। অনেক শিল্পীর সঙ্গে আমাদের কথা হয়েছে। অনেকের সঙ্গেই ব্যাটে-বলে মেলেনি। এর মানে এই নয় যে তারা বাদ পড়েছেন বা বাদ দেওয়া হয়েছে। যাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, তাদের নাম জানানো হলো আজ।’
শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশে শুরু হবে ‘অপারেশন জ্যাকপট’র শুটিং। শুটিং চলবে আগামী মার্চ পর্যন্ত। সিনেমার বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় আরও অভিনয় করবেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, ড্যানি সিডাক, খোরশেদ আলম খসরু, কাজী হায়াতসহ অনেকে।