Dhaka শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপহৃত ছাত্রী দীপিকা চাকমাকে সাত ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাজেকের শিজকছড়া উদয়পুর সীমান্ত সড়কের ছয়নাল ছড়া এলাকায় তাঁকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল তাঁকে উদ্ধার করে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কামরুল হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির চৌত্রিশ শিক্ষার্থী ভ্রমণে রাঙ্গামাটির সাজেক যাচ্ছিলেন। যাওয়ার পথে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাজেক থানাধীন সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় ১০/১২ জন পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী গাড়িতে কোনো পাহাড়ি শিক্ষার্থী আছে কিনা জানতে চায়। তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা শিক্ষার্থীদের মধ্যে থাকা একমাত্র পাহাড়ি শিক্ষার্থী দিপিতা চাকমাকে (২৫) জোর করে মোটরসাইকেলে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

সাজেক থানা পুলিশ দিপিতা চাকমাকে উদ্ধারে অভিযান চালায়। বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান থেকে তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সাত ঘণ্টার চেষ্টায় বনোআদম এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। বর্তমানে ওই শিক্ষার্থী সাজেক থানায় রয়েছেন। অপহরণের ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত দিপিতার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার খবং পড়িয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩৪ শিক্ষার্থীর একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেকে ঘুরতে যাচ্ছিলেন। এর মধ্যে ১৫ ছাত্র ও ১৯ ছাত্রী ছিলেন। দুপুর ১টার দিকে সাজেকের সিজকছড়া এলাকায় শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে থামানো হয়। এ সময় হঠাৎ ১০-১২ জন পাহাড়ি সন্ত্রাসী উপস্থিত হয়ে গাড়িতে কোনও পাহাড়ি শিক্ষার্থী আছে কিনা জানতে চায়। সেইসঙ্গে নিজেরাই গাড়িতে তল্লাশি চালিয়ে দীপিকাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

অপহৃত ঢাবি ছাত্রী উদ্ধার

প্রকাশের সময় : ১০:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপহৃত ছাত্রী দীপিকা চাকমাকে সাত ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাজেকের শিজকছড়া উদয়পুর সীমান্ত সড়কের ছয়নাল ছড়া এলাকায় তাঁকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল তাঁকে উদ্ধার করে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কামরুল হাসান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির চৌত্রিশ শিক্ষার্থী ভ্রমণে রাঙ্গামাটির সাজেক যাচ্ছিলেন। যাওয়ার পথে বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাজেক থানাধীন সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় ১০/১২ জন পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী গাড়িতে কোনো পাহাড়ি শিক্ষার্থী আছে কিনা জানতে চায়। তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা শিক্ষার্থীদের মধ্যে থাকা একমাত্র পাহাড়ি শিক্ষার্থী দিপিতা চাকমাকে (২৫) জোর করে মোটরসাইকেলে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

সাজেক থানা পুলিশ দিপিতা চাকমাকে উদ্ধারে অভিযান চালায়। বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান থেকে তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সাত ঘণ্টার চেষ্টায় বনোআদম এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। বর্তমানে ওই শিক্ষার্থী সাজেক থানায় রয়েছেন। অপহরণের ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত দিপিতার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার খবং পড়িয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩৪ শিক্ষার্থীর একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেকে ঘুরতে যাচ্ছিলেন। এর মধ্যে ১৫ ছাত্র ও ১৯ ছাত্রী ছিলেন। দুপুর ১টার দিকে সাজেকের সিজকছড়া এলাকায় শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে থামানো হয়। এ সময় হঠাৎ ১০-১২ জন পাহাড়ি সন্ত্রাসী উপস্থিত হয়ে গাড়িতে কোনও পাহাড়ি শিক্ষার্থী আছে কিনা জানতে চায়। সেইসঙ্গে নিজেরাই গাড়িতে তল্লাশি চালিয়ে দীপিকাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।