Dhaka শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণ করে মুক্তিপণ : পুলিশের হাতে আটক ৪ র‌্যাব সদস্য

প্রতিকী ছবি

এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার সদস্যকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। অভিযোগকারী ও আসামিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণ করে মুক্তিপণ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, এই অপহরণ চক্রে মোট ছয়জন ছিল। তাদের মধ্যে ৫ জন র‌্যাব সদস্য আর একজন সাধারণ নাগরিক। র‌্যাবের তিনজন সেনাবাহিনীর, একজন বিমান বাহিনীর, একজন বিজিবির সদস্য। তারা এক ব্যক্তিকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ দাবি করেন।

অভিযোগ আসার পর অভিযান চালিয়ে তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। বিজিবি সদস্য ও সাধারণ নাগরিক এখনও পলাতক। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বাহিনীর নিজস্ব আইন অনুযায়ী তাদের বিচার হবে।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিএমপি কমিশনার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

অপহরণ করে মুক্তিপণ : পুলিশের হাতে আটক ৪ র‌্যাব সদস্য

প্রকাশের সময় : ১২:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১

এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার সদস্যকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। অভিযোগকারী ও আসামিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণ করে মুক্তিপণ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, এই অপহরণ চক্রে মোট ছয়জন ছিল। তাদের মধ্যে ৫ জন র‌্যাব সদস্য আর একজন সাধারণ নাগরিক। র‌্যাবের তিনজন সেনাবাহিনীর, একজন বিমান বাহিনীর, একজন বিজিবির সদস্য। তারা এক ব্যক্তিকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ দাবি করেন।

অভিযোগ আসার পর অভিযান চালিয়ে তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। বিজিবি সদস্য ও সাধারণ নাগরিক এখনও পলাতক। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বাহিনীর নিজস্ব আইন অনুযায়ী তাদের বিচার হবে।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিএমপি কমিশনার।