স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন। অথচ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেই নেই দাসুন সানাকা। অপফর্মের কারণেই তাকে ছাড়া ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে লঙ্কান ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এসএলসির ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে আছেন কুশল মেন্ডিস। শানাকা ছাড়াও দল থেকে বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো ও লেগ স্পিনার জেফফ্রে ভ্যানডারসে। দলে ফিরেছেন অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও ওপেনার শেভন ড্যানিয়েল।
পাওয়ার হিটার হিসেবে বেশ সুনাম আছে করুণারত্নের। বিশ্বকাপে বেশ দাপুটে পারফর্ম করেছিলেন এই অলরাউন্ডার। ব্যাটিং ইউনিট আরও মজবুদ করতে স্কোয়াডে আছেন পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদেরা সামারাবিত্রমা ও জানিত লিয়াঙ্গে। আর বোলিং ইউনিটের নেতৃত্বে থাকবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকসানা, আকিলা ধরাঞ্জয়া ও সাহান আরচচিগে।
শানাকার বাদ পড়া মোটেও অপ্রত্যাশিত নয়। ওয়ানডেতে শেষ ২১ ইনিংসে তার গড় ছিল মাত্র ১২.২৫। হাফসেঞ্চুরি ছিল একটি। জিম্বাবুয়ে সিরিজের আগে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও ওই সিরিজের দলে ছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে ৮ ও ৭ রানের পর বাদ পড়েন তৃতীয় ওয়ানডেতে। আসন্ন সিরিজে তার বদলি বিবেচিত হচ্ছেন করুনারত্নে। তবে শানাকার মতো সেই পাওয়ার হিটিং দক্ষতা তার নেই। ওয়ানডে ও টি-টোয়েন্টির স্ট্রাইক রেট যথাক্রমে ৭৮.৪৩ ও ১০৬.২০। শুধুমাত্র দুই ফরম্যাটে বোলিংটা কার্যকরী।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আশালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচচিগে, শেবন ড্যানিয়েল, জানিত লিয়াঙ্গে, চামিকা করুণারত্নে, মহিশ থিকসানা, দিলশান মাদুশাঙ্কা, দুস্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আকিলা ধনাঞ্জয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।