নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে শপথ বইয়ে সই করেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
পরে ৯টা ২৮ মিনিটে এই সরকারের ১৩ জন উপদেষ্টাও শপথ নিয়েছেন। তিন জন ঢাকার বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি।
উপদেষ্টারা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাচন পযবেক্ষক শারমিন মুর্শিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সাবেক নির্বাচন কমিশনার বি. জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন, ইসলামি চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, উন্নয়নকর্মী ফরিদা আখতার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিধান রঞ্জন, সুপ্রদীপ চাকমা ও ফারুকী আজম ঢাকার বাইরে থাকায় আজ শপথ অনুষ্ঠানে উপস্থিত হননি বলে সচিব জানান।
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের প্রটোকলে রাত ৮টা ২৫ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন ড. ইউনূস। তিনি বঙ্গভবনে আসলে বাইরে অপেক্ষমান জনতা তাকে অভিবাদন জানান ও স্লোগান দেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল থেকেই বঙ্গভবনে হাজারো উৎসুক জনতা ভিড় করেছেন।
এরআগে, গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে বিমান বাহিনীর একটি বিমানে করে তিনি দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশে একটি সরকারবিহীন অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার অবসান ঘটাতে তিন দিন ধরে রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সর্ব সম্মতিক্রমে ড. মোহম্মদ ইউনূসকে অন্তর্র্বতী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় ড. মোহম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিসে অবস্থান করায় তার দেশে ফিরে আসার ওপর নির্ভর করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় শপথ গ্রহণের সময় নির্ধারণের কথা জানায় সেনাপ্রধান ওয়াকার উজ জামান। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আজ দুপুর ২টা ১০ মিনিটে ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান।