Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্র্বতীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : 

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

সোমবার (৫ আগস্ট) বিকেল চারটায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এই অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে। এরই মধ্যে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আন্দোলরত শিক্ষার্থীদের উদ্দেশে এরই মধ্যে বার্তা দিয়েছেন।

সেনাপ্রধান বলেন, দেশটা সবার। আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি। সমস্ত অন্যায়ের বিচার করা হবে। সব দায়দায়িত্ব নিচ্ছি। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখিয়েন। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

সেনাপ্রধান বলেন, আমরা কিছুক্ষণ আগে সব দলের প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। সব শান্তি শৃঙ্খলামতো হবে। আপনারা আর কোনো সংঘাতে যাবেন না। আপনার সব ধরনের সংঘাত থেকে বিরত থাকুন। দেশের অনেক ক্ষতি হয়েছে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে তিনি বলেন, আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রা করব। কেউ সংঘাতের পথে যাবেন না। সম্পদের ক্ষতি হচ্ছে। লোক মারা যাচ্ছে। এগুলো থেকে বিরত হন।

তিনি বলেন, আমরা এখন বঙ্গবভনে যাবো। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

অন্তর্র্বতীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে : সেনাপ্রধান

প্রকাশের সময় : ০৪:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্র্বতীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

সোমবার (৫ আগস্ট) বিকেল চারটায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে এই অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে। এরই মধ্যে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আন্দোলরত শিক্ষার্থীদের উদ্দেশে এরই মধ্যে বার্তা দিয়েছেন।

সেনাপ্রধান বলেন, দেশটা সবার। আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি। সমস্ত অন্যায়ের বিচার করা হবে। সব দায়দায়িত্ব নিচ্ছি। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখিয়েন। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

সেনাপ্রধান বলেন, আমরা কিছুক্ষণ আগে সব দলের প্রধানদের সঙ্গে বৈঠক করেছি। সব শান্তি শৃঙ্খলামতো হবে। আপনারা আর কোনো সংঘাতে যাবেন না। আপনার সব ধরনের সংঘাত থেকে বিরত থাকুন। দেশের অনেক ক্ষতি হয়েছে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে তিনি বলেন, আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকে যাত্রা করব। কেউ সংঘাতের পথে যাবেন না। সম্পদের ক্ষতি হচ্ছে। লোক মারা যাচ্ছে। এগুলো থেকে বিরত হন।

তিনি বলেন, আমরা এখন বঙ্গবভনে যাবো। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।