Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অন্তরঙ্গ ছবি পোস্ট করে সমালোচিত অভিষেক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • ১৮৭ জন দেখেছেন

সেই ছবি

অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের পরনে লাল ড্রেস, মাথায় ‘সান্তা’র টুপি। আর অভিষেকের পরনে সাদা-কালো সোয়েটার। ছবিটি পোস্ট করে ক্যাপশনে অভিষেক লিখেছেন, ‘মাই শান্তা’।

‘সান্তা’র সাজে প্রেমিকা দিয়া মুখোপাধ্যায়। তাকে চুমু দিলেন অভিনেতা অভিষেক বোস। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ্যেই এমন ছবি পোস্ট করেছেন ‘নেতাজি’ ধারাবাহিকের অভিনেতা।

প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেই অনুরাগীদের ক্রিসমাসের শুভচ্ছা জানিয়েছিলেন অভিনেতা অভিষেক বোস। প্রেম নিয়ে অবশ্য কোনো দিনই বিশেষ লুকোছাপা করেননি অভিষেক ও দিয়া। প্রায়ই তাঁদের সোশ্যালে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়।

আরও পড়ুন : বিদায়ী বছরে যাদেরকে হারিয়েছি

সীমারেখা ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দিয়া মুখোপাধ্যায় ও অভিনেতা অভিষেক বোস। তখন থেকেই তাঁদের পরিচয়, প্রেম। সীমারেখা ধারাবাহিকে দিয়ার চরিত্রের নাম ছিল বিন্দি, আর অভিষেকের চরিত্রের নাম ছিল জিৎ।

সীমারেখা ছাড়াও একাধিক ধারবাহিকে অভিনয় করছেন দিয়া। বেশ কিছু ছবিতেও ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। প্রসংগত খুব শিগগিরই ‘গঙ্গারাম’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অভিষেক বোসকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

অন্তরঙ্গ ছবি পোস্ট করে সমালোচিত অভিষেক

প্রকাশের সময় : ০৭:১৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের পরনে লাল ড্রেস, মাথায় ‘সান্তা’র টুপি। আর অভিষেকের পরনে সাদা-কালো সোয়েটার। ছবিটি পোস্ট করে ক্যাপশনে অভিষেক লিখেছেন, ‘মাই শান্তা’।

‘সান্তা’র সাজে প্রেমিকা দিয়া মুখোপাধ্যায়। তাকে চুমু দিলেন অভিনেতা অভিষেক বোস। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ্যেই এমন ছবি পোস্ট করেছেন ‘নেতাজি’ ধারাবাহিকের অভিনেতা।

প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেই অনুরাগীদের ক্রিসমাসের শুভচ্ছা জানিয়েছিলেন অভিনেতা অভিষেক বোস। প্রেম নিয়ে অবশ্য কোনো দিনই বিশেষ লুকোছাপা করেননি অভিষেক ও দিয়া। প্রায়ই তাঁদের সোশ্যালে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়।

আরও পড়ুন : বিদায়ী বছরে যাদেরকে হারিয়েছি

সীমারেখা ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দিয়া মুখোপাধ্যায় ও অভিনেতা অভিষেক বোস। তখন থেকেই তাঁদের পরিচয়, প্রেম। সীমারেখা ধারাবাহিকে দিয়ার চরিত্রের নাম ছিল বিন্দি, আর অভিষেকের চরিত্রের নাম ছিল জিৎ।

সীমারেখা ছাড়াও একাধিক ধারবাহিকে অভিনয় করছেন দিয়া। বেশ কিছু ছবিতেও ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। প্রসংগত খুব শিগগিরই ‘গঙ্গারাম’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অভিষেক বোসকে।