Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনুষ্ঠানে ভাঙচুর, অল্পের জন্য রক্ষা পেলেন শাকিব

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ভারতের আসামের পশ্চিম খাগড়াবাড়িতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আসামের একটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। তবে অনুষ্ঠান দেরি হওয়ায় স্থানীয়রা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে এই আয়োজন, ভেঙে ফেলা হয়েছে মঞ্চ ও শতাধিক চেয়ার।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের পশ্চিম খাগড়াবাড়িতে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন শাকিব খান। অনুষ্ঠানে হামলা হলেও অক্ষত রয়েছেন তিনি ও নায়িকা ইধিকা পাল। তিনি সে সেময় সেখানে ছিলেন না বলে নিশ্চিত করেছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম। প্রতিষ্ঠানটি গণমাধ্যমকে জানিয়েছে, অনুষ্ঠানের উত্তপ্ত পরিস্থিতির সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, অনুষ্ঠান শুরু হওয়ার কথা রাত ৮টায় হলেও তা ১১টা অবধি না হওয়ায় ক্ষুব্ধ হন দর্শকরা। এক পর্যায়ে হামলা চালাতে থাকেন মঞ্চে। ভাংচুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

শাকিব এখন বহুল প্রতীক্ষিত ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আরও কয়েকটি বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সেগুলো পর্যাক্রমে শুটিং শেষে মুক্তি পাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় আহত ৮ সেনাসদস্য

অনুষ্ঠানে ভাঙচুর, অল্পের জন্য রক্ষা পেলেন শাকিব

প্রকাশের সময় : ০৩:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

ভারতের আসামের পশ্চিম খাগড়াবাড়িতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আসামের একটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। তবে অনুষ্ঠান দেরি হওয়ায় স্থানীয়রা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে এই আয়োজন, ভেঙে ফেলা হয়েছে মঞ্চ ও শতাধিক চেয়ার।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের আসাম রাজ্যের পশ্চিম খাগড়াবাড়িতে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন শাকিব খান। অনুষ্ঠানে হামলা হলেও অক্ষত রয়েছেন তিনি ও নায়িকা ইধিকা পাল। তিনি সে সেময় সেখানে ছিলেন না বলে নিশ্চিত করেছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম। প্রতিষ্ঠানটি গণমাধ্যমকে জানিয়েছে, অনুষ্ঠানের উত্তপ্ত পরিস্থিতির সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, অনুষ্ঠান শুরু হওয়ার কথা রাত ৮টায় হলেও তা ১১টা অবধি না হওয়ায় ক্ষুব্ধ হন দর্শকরা। এক পর্যায়ে হামলা চালাতে থাকেন মঞ্চে। ভাংচুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

শাকিব এখন বহুল প্রতীক্ষিত ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আরও কয়েকটি বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সেগুলো পর্যাক্রমে শুটিং শেষে মুক্তি পাবে।