Dhaka রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অনুশীলনে চোট পেলেন নাঈম হাসান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে বাঁচা-মরার লড়াইয়ের সামনে নিউজিল্যান্ড। সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও কিউইরা। ঢাকা টেস্টে জয়ের জন্য সফরকারীদের বাড়তি অনুশীলন করতে দেখা গিয়েছে। এদিকে অনুশীলনের সময় চোট পেয়েছেন টাইগার স্পিনার নাঈম হাসান।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে বল লাগে তার। এ সময় নাঈমের আঙুল দিয়ে রক্ত বের হতে থাকে। দিনের শুরুতে বোলিং করেছিলেন তিনি। এরপর পর ব্যাটিং করতে নেটে ঢুকেছিলেন । সেখানেই থ্রো ডাউন খেলার সময় বল তার আঙুলে আঘাত করে। নেট থেকে বেরিয়ে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। এরপর আর অনুশীলন না করলেও বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছে শঙ্কা মুক্ত নাঈম।

তার আঙুলের কী অবস্থা জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ফিজিও ছুটিতে আছে। কিন্তু যদি আঙুলে সেলাই দরকার হতো বা জরুরি কিছু; তাহলে তো আমাদের জানাতো। যেহেতু জানায়নি, তাই মনে হয় তেমন কিছু হয়নি।

সিলেট টেস্ট দিয়ে জাতীয় দলে ফেরা নাঈমের মিরপুর টেস্টেও তৃতীয় স্পিনার হিসেবে খেলার কথা। তাৎক্ষণিক ভাবে জানা গেছে ছোট অতটা গুরুতর নয়। তবে ব্যথা থাকলে হয়তো ঢাকা টেস্টে বুধবার (৬ ডিসেম্বর) তাকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট।

সিলেটে খুব বেশি উইকেট না পেলেও কার্যকরী ভূমিকা রেখেছিলেন এই অফস্পিনার। এক প্রান্তে তার চাপেই অন্য প্রান্ত থেকে উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি তাইজুল ম্যাচ শেষে তেমনটাই জানিয়েছিলেন। নাঈম দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নেন।

জাতীয় লিগে ভালো করে দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফেরেন নাঈম। প্রথম টেস্টে দারুণ বোলিংয়ের পর কোচের প্রশংসাও পেয়েছেন। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাঈমকে প্রশংসায় ভাসিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সে এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে । সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অনুশীলনে চোট পেলেন নাঈম হাসান

প্রকাশের সময় : ০৩:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে বাঁচা-মরার লড়াইয়ের সামনে নিউজিল্যান্ড। সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও কিউইরা। ঢাকা টেস্টে জয়ের জন্য সফরকারীদের বাড়তি অনুশীলন করতে দেখা গিয়েছে। এদিকে অনুশীলনের সময় চোট পেয়েছেন টাইগার স্পিনার নাঈম হাসান।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে বল লাগে তার। এ সময় নাঈমের আঙুল দিয়ে রক্ত বের হতে থাকে। দিনের শুরুতে বোলিং করেছিলেন তিনি। এরপর পর ব্যাটিং করতে নেটে ঢুকেছিলেন । সেখানেই থ্রো ডাউন খেলার সময় বল তার আঙুলে আঘাত করে। নেট থেকে বেরিয়ে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। এরপর আর অনুশীলন না করলেও বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছে শঙ্কা মুক্ত নাঈম।

তার আঙুলের কী অবস্থা জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ফিজিও ছুটিতে আছে। কিন্তু যদি আঙুলে সেলাই দরকার হতো বা জরুরি কিছু; তাহলে তো আমাদের জানাতো। যেহেতু জানায়নি, তাই মনে হয় তেমন কিছু হয়নি।

সিলেট টেস্ট দিয়ে জাতীয় দলে ফেরা নাঈমের মিরপুর টেস্টেও তৃতীয় স্পিনার হিসেবে খেলার কথা। তাৎক্ষণিক ভাবে জানা গেছে ছোট অতটা গুরুতর নয়। তবে ব্যথা থাকলে হয়তো ঢাকা টেস্টে বুধবার (৬ ডিসেম্বর) তাকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট।

সিলেটে খুব বেশি উইকেট না পেলেও কার্যকরী ভূমিকা রেখেছিলেন এই অফস্পিনার। এক প্রান্তে তার চাপেই অন্য প্রান্ত থেকে উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি তাইজুল ম্যাচ শেষে তেমনটাই জানিয়েছিলেন। নাঈম দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নেন।

জাতীয় লিগে ভালো করে দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফেরেন নাঈম। প্রথম টেস্টে দারুণ বোলিংয়ের পর কোচের প্রশংসাও পেয়েছেন। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাঈমকে প্রশংসায় ভাসিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সে এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে । সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।