Dhaka বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৯০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

শঙ্কাই সত্যি হলো। ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএলের চলতি আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

সিলেট পর্ব শেষে আজ থেকে মাঠে গড়ানোর কথা ছিল ঢাকা পর্বের ম্যাচগুলো। তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় বেসামাল দেশের ক্রিকেটপাড়া। প্রথম ম্যাচের পর স্থগিত হয়েছে দিনের দ্বিতীয় ম্যাচটিও। এবার অনিশ্চয়তা তৈরি হলো লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়া নিয়েও। ইতোমধ্যে পরিচালক ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বিপিএল। অর্থাৎ আবার কথন টুর্নামেন্টটি মাঠে গড়াবে তার কোনো নিশ্চয়তা নেই।

মূলত গতকাল গণমাধ্যমকে দেওয়া পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাপ ছড়িয়েছে দেশের ক্রিকেটে। বিশ্বকাপ ইস্যুতে তাকে প্রশ্ন করা হয়েছিল, আসরে অংশগ্রহণ না করলে খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? জবাব দিতে গিয়ে এ পরিচালক বলেন, ‘এই প্রশ্নটা (ক্ষতিপূরণের) তুলতেই পারবে না। কারণ হচ্ছে আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না, আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক শিরোপা আনতে পেরেছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পেরেছি? আমরা তাহলে তো প্রতিবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করছি এটার দায়ভার এবার তোমাদের কাছ থেকে আমরা নিবো। ফেরত দাও।’

অভিভাবক হয়েও ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। গতকালই ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম জানায়। যতক্ষণ পর্যন্ত এ পরিচালক পদত্যাগ না করবেন, তারা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দিয়ে রাখে। তার প্রেক্ষিতে স্থগিত হয়ে যায় আজ দিনের প্রথম ম্যাচটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

প্রকাশের সময় : ১০:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

স্পোর্টস ডেস্ক : 

শঙ্কাই সত্যি হলো। ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএলের চলতি আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

সিলেট পর্ব শেষে আজ থেকে মাঠে গড়ানোর কথা ছিল ঢাকা পর্বের ম্যাচগুলো। তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় বেসামাল দেশের ক্রিকেটপাড়া। প্রথম ম্যাচের পর স্থগিত হয়েছে দিনের দ্বিতীয় ম্যাচটিও। এবার অনিশ্চয়তা তৈরি হলো লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়া নিয়েও। ইতোমধ্যে পরিচালক ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বিপিএল। অর্থাৎ আবার কথন টুর্নামেন্টটি মাঠে গড়াবে তার কোনো নিশ্চয়তা নেই।

মূলত গতকাল গণমাধ্যমকে দেওয়া পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাপ ছড়িয়েছে দেশের ক্রিকেটে। বিশ্বকাপ ইস্যুতে তাকে প্রশ্ন করা হয়েছিল, আসরে অংশগ্রহণ না করলে খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? জবাব দিতে গিয়ে এ পরিচালক বলেন, ‘এই প্রশ্নটা (ক্ষতিপূরণের) তুলতেই পারবে না। কারণ হচ্ছে আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না, আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক শিরোপা আনতে পেরেছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পেরেছি? আমরা তাহলে তো প্রতিবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করছি এটার দায়ভার এবার তোমাদের কাছ থেকে আমরা নিবো। ফেরত দাও।’

অভিভাবক হয়েও ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। গতকালই ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম জানায়। যতক্ষণ পর্যন্ত এ পরিচালক পদত্যাগ না করবেন, তারা মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দিয়ে রাখে। তার প্রেক্ষিতে স্থগিত হয়ে যায় আজ দিনের প্রথম ম্যাচটি।