Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের আকাশসীমা বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : 

জর্দান তার আকাশসীমা পুনরায় খুলে দিলেও ইসরায়েল নিজ দেশের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরও। তারা বলেছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি সব আগত বা বহির্গামী ফ্লাইটের জন্য বন্ধ থাকবে।

শনিবার (১৪ জুন) সকালেও বিমানবন্দরের ওয়েবসাইটটি বন্ধ পাওয়া যায়।

ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় শুক্রবার (১৩ জুন) জানিয়েছে— যাত্রীরা আকাশসীমা পুনরায় চালুর তথ্য মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন, তবে সেটা হবে আকাশসীমা চালুর কমপক্ষে ছয় ঘণ্টা আগে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পশ্চিম তীর এবং ডেড-সি সংলগ্ন এলাকায় সাইরেন বাজার পর, ইসরায়েলি বিমানবাহিনী একাধিক ড্রোন ধ্বংস করেছে। সাইরেনগুলো স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর শোনা যায়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরানের হামলা ‘শুক্রবার রাতে শেষ হচ্ছে না’ বরং এটি চলমান থাকবে। তারা এক ইরানি প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়— আগামী দিনগুলোতে ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানাবে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের বক্তব্য অনুযায়ী—এই প্রতিক্রিয়ামূলক হামলা এখনো শেষ হয়নি।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের আকাশসীমা বন্ধ ঘোষণা

প্রকাশের সময় : ০১:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

জর্দান তার আকাশসীমা পুনরায় খুলে দিলেও ইসরায়েল নিজ দেশের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরও। তারা বলেছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি সব আগত বা বহির্গামী ফ্লাইটের জন্য বন্ধ থাকবে।

শনিবার (১৪ জুন) সকালেও বিমানবন্দরের ওয়েবসাইটটি বন্ধ পাওয়া যায়।

ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় শুক্রবার (১৩ জুন) জানিয়েছে— যাত্রীরা আকাশসীমা পুনরায় চালুর তথ্য মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন, তবে সেটা হবে আকাশসীমা চালুর কমপক্ষে ছয় ঘণ্টা আগে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পশ্চিম তীর এবং ডেড-সি সংলগ্ন এলাকায় সাইরেন বাজার পর, ইসরায়েলি বিমানবাহিনী একাধিক ড্রোন ধ্বংস করেছে। সাইরেনগুলো স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর শোনা যায়।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইরানের হামলা ‘শুক্রবার রাতে শেষ হচ্ছে না’ বরং এটি চলমান থাকবে। তারা এক ইরানি প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়— আগামী দিনগুলোতে ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানাবে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের বক্তব্য অনুযায়ী—এই প্রতিক্রিয়ামূলক হামলা এখনো শেষ হয়নি।