Dhaka সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৭

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার (৪ অক্টোবর) নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল নিয়ে পৌর শহরের আরশিনগর এলাকা ক্রস করছিল। ওই সময় দুজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। টাকা তোলার কারণ জানতে চান দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে টাকা তুলতে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলেও জানান। ওই সময় পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেফতার করে। এরই মধ্যে ৩০/৩৫ জন লোক অতর্কিতে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি মারা শুরু করে। পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। ওই সময় দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা পুলিশ কর্মকর্তা শামিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, কয়েকদিন আগে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার। এরপর থেকে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয় তাকে এবং নিজের ব্যক্তিগত ফেসবুকে সেসব নিয়ে স্ট্যাটাসও দেন। একই সঙ্গে তার ওপর যে কোনো সময় হামলার আশঙ্কার কথাও জানান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৭

প্রকাশের সময় : ০২:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

নরসিংদী জেলা প্রতিনিধি : 

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার (৪ অক্টোবর) নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল নিয়ে পৌর শহরের আরশিনগর এলাকা ক্রস করছিল। ওই সময় দুজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। টাকা তোলার কারণ জানতে চান দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে টাকা তুলতে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলেও জানান। ওই সময় পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেফতার করে। এরই মধ্যে ৩০/৩৫ জন লোক অতর্কিতে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি মারা শুরু করে। পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। ওই সময় দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা পুলিশ কর্মকর্তা শামিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, কয়েকদিন আগে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার। এরপর থেকে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয় তাকে এবং নিজের ব্যক্তিগত ফেসবুকে সেসব নিয়ে স্ট্যাটাসও দেন। একই সঙ্গে তার ওপর যে কোনো সময় হামলার আশঙ্কার কথাও জানান।