Dhaka বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে হুমাইরা আক্তার নামে ৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই স্থানে রাস্তার পাশে শিশু হুমাইরাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন মা হাবিবা বেগম। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অটোরিকশা দু’টি আটক করা হয়েছে। তবে অটোরিকশার দু’জন চালককে আটক করা সম্ভব হয়নি। চালকদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে শিশুটি মরদেহ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল : রিজভী

অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে হুমাইরা আক্তার নামে ৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই স্থানে রাস্তার পাশে শিশু হুমাইরাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন মা হাবিবা বেগম। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অটোরিকশা দু’টি আটক করা হয়েছে। তবে অটোরিকশার দু’জন চালককে আটক করা সম্ভব হয়নি। চালকদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে শিশুটি মরদেহ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।